‘আমার বিয়ের দিন...’

তারকাদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়েই ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৬
নাট্যকার মাসুম রেজা প্রায়ই নাটক নিয়ে ছুটে যান জন্মস্থান কুষ্টিয়া। এবারও যাচ্ছেন নাটক নিয়ে। এ নিয়ে তিনি লিখেছেন, ‘“এডিটর মহাশয়” নাটকের মিশন নিয়ে যাচ্ছি কুষ্টিয়া। বোধন থিয়েটারে পোঁতা আছে নাড়ি...কুষ্টিয়া আমার বাপ-দাদাদের বাড়ি...।’
ছবি: ফেসবুক
২ / ৬
অভিনেত্রী বন্যা মির্জা শুটিংয়ে আগের মতো নিয়মিত নন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার বিয়ের দিন।’
ছবি: ফেসবুক
৩ / ৬
বাবা মারা যাওয়ার পরে বিরতি দিয়ে কাজে ফেরেন অভিনেত্রী লারা লোটাস। বাসায় বেশির ভাগ সময় চুপচাপ থাকেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কথা না বলতে বলতে অভ্যাস হয়ে যাচ্ছে। ঠিক যেমনটা কথা বলতে বলতে অভ্যাস হয়েছিল। কিন্তু এই বিশাল নীরবতার গল্প।’
ছবি: ফেসবুক
৪ / ৬
একসঙ্গে ধারাবাহিক নাটক ‘চার চক্কর’-এ অভিনয় করছেন তাঁরা। শুটিংয়ের ফাঁকে ছবিটি পোস্ট করে অভিনেতা নুরে আলম নয়ন লিখেছেন, ‘এখন শুটিংয়ের চাইতে মোবাইলেই মনোযোগ বেশি।’
ছবি: ফেসবুক
৫ / ৬
অভিনয়শিল্পী সোহেল মণ্ডল ফিরেছেন মঞ্চনাটকে। সেই খবর ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘অনেক দিন পর মঞ্চে পারফরম করে মনটা বেশ চাঙা...কনফিডেন্স পেলাম অনেক। দর্শককে ধন্যবাদ তিনটি প্রদর্শনী পূর্ণ মিলনায়তন করে দেওয়ার জন্য।’
ছবি: ফেসবুক
৬ / ৬
‘অপরাধী’খ্যাত ভাইরাল গানের গায়ক আরমান আলিফ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘তাহারে ফুল চিনাইলাম, গোধূলি চিনাইলাম, দুঃখ চিনাইলাম, শুধু চিনাইতে পারলাম না আমারে!’
ছবি: ফেসবুক