১০০ পর্ব পূর্ণ করল ‘ক্যাম্পাস’
বিশ্ববিদ্যালয়ের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’। রোববার তুহিন হোসেনের নাটকটির ১০০তম পর্ব প্রচারিত হয়েছে মাছরাঙা টিভিতে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘ক্যাম্পাস’-এর ১০০তম পর্ব প্রচারিত হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা। তিনি বলেন, ‘১০০ পর্বের অনুভূতি অবশ্যই দারুণ। ভালো লাগছে। তবে মজার বিষয় হলো, আমাদের ধারাবাহিকের প্রতিটি পর্ব ২০ মিনিটের।
কিন্তু ইউটিউব ও ফেসবুকে আপলোডের পর দর্শকের মন্তব্য হলো, ভাই এটা একটু ৩০ মিনিট বা ৪০ মিনিট করা যায় না। একজন পরিচালক হিসেবে দর্শকের এমন ভালোবাসা বড় প্রাপ্তি।’
তুহিন হোসেন জানান, ধারাবাহিকটির শুটিং হয় রাজশাহীতে। সব শিল্পী ও কলাকুশলীকে নিয়ে সেখানে শুটিং করেন পরিচালক। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত আটটায় মাছরাঙা টিভিতে ‘ক্যাম্পাস’ ধারাবাহিকটি প্রচারিত হয়।
আওরঙ্গজেবের রচনায় ‘ক্যাম্পাস’–এ অভিনয় করেছেন রওনক হাসান, নাজিয়া হক অর্ষা, চাষী আলম, পাভেল, মিহি আহসান, এমিলা হক, সুষমা সরকার, মাহা, তামিম খন্দকার, ফরহাদ বাবু, শিবলি নোমান, তানজিম হাসান অনিক, আহসান হাবিব নাসিম, এমিলা হক, সুজাত শিমুল, সালমান আরাফাত, বাধন খান, শেলী আহসান প্রমুখ।
বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক দল তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি।