শুটিং, মেকআপ রুমে ভিডিও, রিলস বানানোর বিরুদ্ধে কড়া বার্তা

নিলয় আলমগীর। ছবি: ফেসবুক

প্রায়ই দেখা যায় শুটিং ইউনিটের কোনো ভিডিও ভাইরাল হয়েছে। অথচ সেই ভিডিও নিয়ে অভিনয়শিল্পী-কলাকুশলীরা কিছুই জানেন না। শুটিং ইউনিট থেকে প্রকাশিত সেসব ভিডিও নিয়ে অনেক সময় বিব্রত হতে হয় শিল্পী-কলাকুশলীদের। এবার এসব ঘটনা নিয়ে সোচ্চার হলেন অভিনেতা নিলয় আলমগীর।  

সম্প্রতি সময়গুলোতে দেখা যাচ্ছে, শুটিংয়ে অনুশীলন দৃশ্য কিংবা শুটিং চলছে এমন বহু নাটকের দৃশ্য মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলে আসে। এমনও হয়েছে নাটকের শেষ (ক্লাইমেক্স) দৃশ্যও প্রচার হয়েছে ফেসবুকে, যা অভিনয়শিল্পী ও নির্মাতারা কিছুই জানতেন না।

নিলয় আলমগীর। ছবি: ফেসবুক

এ ছাড়া শুটিংয়ে অনেক সময় প্রস্তুত থাকেন না এমন মুহূর্তের ভিডিও প্রকাশ পায়। বেশির ভাগ দেখা যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো নানাভাবে প্রকাশ করেন শুটিং ইউনিটের লোকেরা।

এ নিয়ে একাধিক অভিনয়শিল্পী এর আগে কথা বলেছেন। এমনও শোনা গিয়েছিল, বিভিন্ন সময় শুটিং ইউনিটের মানুষগুলোকে বলেও লাভ হতো না। আবার দেখা যেত সবাই পরিচিত হওয়ায় কোনো কিছু বলাও যেত না। তবে এবার মুখে না বললেও সবাইকে উদ্দেশ্য করে ফেসবুকে কড়া বার্তা দিয়েছেন নিলয়।

আই হেট ম্যারিড লাইফ’ নাটকের পোস্টার। ছবি: ফেসবুক

নিলয় ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার সব সম্মানিত ডিরেক্টর, ডিওপি, কো-আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, লাইট গ্রাফার, এসিস্ট‍্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন টিম, ক‍্যামেরা টিম, চ‍্যানেল কর্তৃপক্ষ এবং শুটিং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে যে এখন থেকে শুটিং চলাকালীন বা শুটিংয়ের বিরতিতে শুটিং সেটে বা মেকআপ রুমে কোনো বিটিএস (বিহাইন্ড দ্য সিন), রিলস, শর্টস বা কোনো ধরনের ভিডিও করবেন না।’

নিলয় আলমগীর। ছবি: ফেসবুক

এদিকে সম্প্রতি নিলয় ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত নাটক ‘আই হেট ম্যারিড লাইফ’ ইউটিউবে প্রচার হয়েছে। বিয়ের পরে হাস্য রসাত্মক নানা গল্প নিয়েই এগিয়েছে এই নাটকের গল্প। নাটকটি ইউটিউবে দুই দিনে দুই মিলিয়ন ভিউ হয়েছে। নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে রয়েছে। এটি পরিচালনা করেছেন হাসিব হোসাইন।

আরও পড়ুন