‘ব্যবসায়ী ও তৌহিদি জনতা’র বাধা, শোরুম উদ্বোধন করতে পারেননি মেহজাবীন

মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

চট্টগ্রাম নগরে বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে পারলেন না অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন সড়কের রিয়াজউদ্দিন বাজার এলাকায় খুকি লাইফ স্টাইল নামের শোরুমের উদ্বোধন করার কথা ছিল তাঁর।

মেহজাবীন চৌধুরীকে দিয়ে খুকি লাইফ স্টাইলের শোরুমের উদ্বোধনের সিদ্ধান্তে ক্ষোভ জানায় ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’। বিকেলে উদ্বোধন অনুষ্ঠানের আগে শোরুমের সামনের এলাকায় অবস্থান নেন ৫০–৬০ জন ব্যক্তি। তাঁরা স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লি বলে পুলিশ জানায়।

এদিকে শোরুমের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রামে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে যাননি তিনি। শোরুম কর্তৃপক্ষ বলছে, ‘ব্যক্তিগত’ কারণে নায়িকা মেহজাবীন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পারেননি।

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গত শুক্রবার চট্টগ্রামের স্থানীয় একটি মাদ্রাসার হুজুরের উপস্থিতিতে শো রুমের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাফিল পড়ানো হয়। পরদিন ছিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন। বিষয়টি ভালোভাবে নেননি স্থানীয় ব্যবসায়ী ও মুসল্লিরা। তাই ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি জনতা’ ব্যানারে মেহজাবীনকে দিয়ে উদ্বোধন করার বিষয়ে প্রতিবাদ জানায়।

টরন্টোতে মেহজাবীন চৌধুরী। অভিনেত্রীর ফেসবুক থেকে

রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী প্রথম আলোকে বলেন, রিয়াজউদ্দিন বাজারের কোনো ব্যবসায়ী এই উদ্বোধন অনুষ্ঠানে বাধা দেননি। তামাকুমণ্ডি লেনের কিছু ব্যবসায়ী নায়িকা দিয়ে উদ্বোধন করার ব্যাপারে আপত্তি তোলেন। তাঁরা অনুষ্ঠান করতে বাধা দিয়েছেন বলে শুনেছেন। তবে নিরাপত্তা বিঘ্ন হতে পারে এ রকম কিছু ছিল না। আর দাওয়াত দিলেও তিনি কাজের কারণে আজ যেতে পারেননি। অবশ্য গতকাল শুক্রবার তিনি হুজুরের উপস্থিতিতে মিলাদ পড়ানোর আয়োজনে ছিলেন।

যোগাযোগ করা হলে তামাকুমণ্ডি ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার কামাল প্রথম আলোকে বলেন, শুক্রবার বায়তুশ শরফের হুজুর শোরুমটি উদ্বোধন করেছিলেন। শনিবার মেহজাবীন চৌধুরীর আবার উদ্বোধন করার কথা। পারিবারিক ও ব্যক্তিগত কাজের কারণে দুই দিনেই তিনি সেখানে যেতে পারেননি। তাই কী ঘটনা ঘটেছে, তা–ও বিস্তারিত জানেন না। তবে মেহজাবীনকে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান করতে না দেওয়ার বিষয়ে তামাকুমণ্ডির কোনো ব্যবসায়ী জড়িত নন।

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের রফিক উদ্দিন সিদ্দিকী সড়কের নতুন রেলস্টেশনের বিপরীতে নাজির সালেহ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় খুকি লাইফ স্টাইলের শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের আসার আমন্ত্রণ জানিয়ে পাঁচ দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও দিয়েছিলেন মেহজাবীন চৌধুরী।

শোরুমের ব্যবস্থাপক ইমদাদ হোসেন প্রথম আলোকে বলেন, বেলা ৩টা থেকে তাঁদের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে অংশ নিতে মেহজাবীন চৌধুরী চট্টগ্রামে এসেছিলেন। কিন্তু হয়তো ব্যক্তিগত কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠান চলাকালে শোরুমের ভেতরে কোনো সমস্যা হয়নি। বাইরে কেউ ছিলেন কি না, তা তাঁদের জানা নেই।

এদিকে মেহজাবীন তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই। আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, তৌহিদি জনতার বাধায় অনুষ্ঠান হতে পারেনি বিষয়টি এ রকম না। বিষয়টি হচ্ছে গত শুক্রবার বায়তুশ শরফের হুজুর দিয়ে শোরুমটি উদ্বোধন করা হয়েছে। তখন আজকে (শনিবার) মেহজাবীন চৌধুরীকে দিয়ে যখন আবার উদ্বোধন করাতে গিয়েছে, তখন অনেকে মনে করেছেন, এটা হুজুরকে অপমান করা। এ জন্য মেহজাবীন চৌধুরী আসার আগে রিয়াজউদ্দিন বাজারের কিছু ব্যবসায়ী এবং সাধারণ কিছু মুসল্লি ক্ষিপ্ত হয়ে শোরুমের নিচে অবস্থান নেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে। মালিকপক্ষ জানায়, মেহজাবীন চৌধুরী আসার কথা ছিল। তবে মেহজাবীনক নিয়ে যে অনুষ্ঠান ছিল, তা বাদ দেওয়া হয়েছে।