‘মমতা’ নিয়ে আলোচনা
‘এই প্রথম ডাক্তার আর চিকিৎসাসেবা নিয়ে সঠিক তথ্য নাটকের মধ্যে পেলাম। তথাকথিত প্রেমের প্যানপ্যানানি বাদ দিয়ে অভিনয়সমৃদ্ধ একটা নাটক। প্রতিটি চরিত্রই অসাধারণ। প্রায়ই সবাই প্রাণ দিয়ে অভিনয় করেছেন। নাটকসংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন।’ তপু খানের ‘মমতা’ নাটক নিয়ে এভাবেই লিখেছেন এক দর্শক। ৮ অক্টোবর ক্লাব ১১ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়ার অনেক দর্শকটি ‘মমতা’র প্রশংসা করেছেন।
তপু খানের পরিচালনায় লিমন আহমেদের চিত্রনাট্যে এ নাটকটিতে অভিনয় করেছেন জোভান ও সাদিয়া আয়মান।
নাটকটিতে দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে একটা বার্তা দিয়েছেন নির্মাতা। এ কারণেও অনেক দর্শক এটি পছন্দ করেছেন। ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘কিছু কিছু অভিনয় আর কিছু কিছু গল্প মনে দাগ কেটে যায়। অভিনন্দন সবার জন্য, যাঁরা এত সুন্দর গল্প তুলে ধরেছেন।’
নাটকটি নিয়ে নির্মাতা তপু খান ফেসবুকে লিখেছেন, ‘ছুটির দিনে দেখে নিতে পারেন আবেগ আর ভালোবাসার সংমিশ্রণে আমাদের নির্মাণ।’
পরে তিনি গণমাধ্যমে বলেন, ‘আমাদের চেষ্টা ছিল গতানুগতিক ভাবনার বাইরে গিয়ে একটি রোমান্টিক নাটক নির্মাণের। এতে মানুষের প্রতি মানুষের মমতার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আছে পরিবার, সমাজ ও ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বশীলতার গল্প। পৃথিবীতে ভালোবাসাই যে সবচেয়ে বড় শক্তি, তা দারুণভাবে অনুভব করাবে নাটকের গল্প। আমরা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়েও কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’
জোভান ও সাদিয়া আয়মান ছাড়া নাটকটিতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, জিয়াউল হাসান কিসলু, মনিরা মিঠু, মুকিত জাকারিয়া, বাপ্পি আশরাফ, জিল্লুর রহমান, তারিক স্বপনসহ আরও অনেকে।