‘আপনার মতো গুণী অভিনয়শিল্পীর কাছে এই ধরনের স্ট্যাটাস কাম্য নয়’

গল্প কিংবা আড্ডা, ঘরে-বাইরে শুটিং—যেখানে যা-ই ঘটুক, তারকারা তাঁদের নানা মুহূর্ত, অনুভূতি ভক্তদের সঙ্গে ফেসবুকে ভাগাভাগি করেন। তারকাদের সেসব পোস্টে ভক্তদের পাশাপাশি মন্তব্য করেন সহকর্মীরা। তারকাদের মন্তব্য কেমন থাকে, সেসব গল্পই দেখুন ছবিতে।
১ / ৬
অভিনেতা শাহেদ আলী সুজন লিখেছেন, ‘আপনার অসন্তোষ–অস্বস্তি আপনার মাঝেই রাখুন। চারপাশে তা ছড়ানোর মাঝে এমন কোনো যথার্থ কৃতিত্ব নেই। আপনার অনন্যতার ভারে আশপাশের সবকিছুকে ভারাক্রান্ত করবেন না প্লিজ। পৃথিবীতে সবাই আপনার মতো অনন্য হতে আসেনি। শুভ সকাল।’ সেখানে অভিনেত্রী সুবর্ণা মোস্তফা মন্তব্য করেছেন, ‘শাহেদ আলী সুজন, এই স্ট্যাটাস লেখার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার মনের কথা বলেছে। তোমাকে শুভ সকাল।’
২ / ৬
সংগীত পরিচালক ইমন চৌধুরীর সঙ্গে ছবিটি পোস্ট করে ‘আভাস’ ব্যান্ডের প্রধান তানজির তুহিন লিখেছেন, ‘আমরা দুটি ভাই।’ ইমন মন্তব্য করেছেন, ‘আপনার আশীর্বাদে থাকা অনেক সৌভাগ্যের, অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ভাই।’ চঞ্চল ইমোজি দিয়ে জানিয়েছেন, ‘ভালোবাসা।’
ছবি: সংগৃহীত
৩ / ৬
মাজনুন মিজান, সাজু খাদেম, জিতু আহসানের সঙ্গে ছবিটি পোস্ট করে মীর সাব্বির লিখেছেন, ‘বৃত্তের মধ্যে আমরা।’ ছবিটির নিচে মৌসুমী হামিদ লিখেছেন, ‘বাহ বাহ।’ আরেক অভিনেত্রী তানজিকা আমিন ইমোজি দিয়ে লিখেছেন, ‘আপনাদের জন্য ভালোবাসা।’
ছবি: সংগৃহীত
৪ / ৬
অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘মিথ্যা চালাকি অসভ্যতা অকৃতজ্ঞ হিপক্রেসি’। সেখানে শাহরিয়ার নাজিম জয় মন্তব্য করেছেন, ‘আপনার মতো গুণী অভিনয়শিল্পীর কাছে এই ধরনের স্ট্যাটাস কাম্য নয়।’ সেখানে দীপা প্রত্যুত্তরে লিখেছেন, ‘আমার কাছে কাম্য। কারণ আমি তোমাদের মতো হতে পারিনি।’ পরে আবার লিখেছেন, ‘হ্যাঁ, এখন তো তুই বদলে গিয়েছিস।’ জয় সেখানে পাল্টা মন্তব্য করেছেন, ‘ওই তো সেই দিন তুমি আমাদের মতোই ছিলে।’
ছবি: সংগৃহীত
৫ / ৬
ছবিটি পোস্ট করে শরিফুল রাজ লিখেছেন, ‘এটাই চূড়ান্ত বাস্তবতা, সেটা মাঝে মাঝে স্বপ্নের চেয়েও ভালো হয়। হ্যাপি অ্যানিভার্সারি ডে।’ পরীমনি মন্তব্য করেছেন, ‘মাই কিংডম।’
ছবি: সংগৃহীত
৬ / ৬
অভিনেতা চঞ্চল চৌধুরী হাসিখুশিমাখা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘হাসি ফুরালেই সব শেষ...একসময় ভাবতাম, শুধু হাসি দিয়েই জীবন পার করে দেওয়া যায়...আসলে যায় না।’ শাহনাজ খুশি, স্বাধীন খসরু, মৌসুমী মৌসহ একাধিক তারকা এই পোস্টে মন্তব্য করেছেন। তাঁদের মধ্যে শাহনাজ লিখেছেন, ‘নাকে কান্দা বন্ধ করো! যথেষ্ট হেসেই জীবন পার করতেছ!’ এমন মন্তব্যে কিছুই বুঝতে না পারার কৌতূহলী ইমোজি ব্যবহার করেছেন চঞ্চল। চঞ্চল ও খুশি দীর্ঘদিনের বন্ধু। বাড়িও একই জেলা পাবনায়।
ছবি: সংগৃহীত