ঈদের ৬ষ্ঠ দিনে টিভিতে কী দেখবেন

‘সোনিয়া সিনড্রোম’ নাটকের দৃশ্য। বাংলাভিশনের সৌজন্যে
সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠানমালা। ঈদের ৬ষ্ঠ দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এ আয়োজন।

এটিএন বাংলা
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একক নাটক ‘পজিশন ঠিক নাই’; অভিনয়ে জাহের আলভী, মানসী প্রকৃতি। রাত ৮টা ৪৫ মিনিটে পুলিশ অফিসার; অভিনয়ে জাহের আলভী, তিথি। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বিয়ে নিয়ে ক্যাচাল’; অভিনয়ে সিয়াম মৃধা, আয়েশা নাফিজা।

টেলিফিল্ম ‘পরাজয়’–এর দৃশ্য। চ্যানেল আইয়ের সৌজন্যে

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘পরাজয়’; অভিনয়ে সোহেল মণ্ডল, সামিরা খান মাহি। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘হিরোর আগমন’; অভিনয়ে নিরব, শেহতাজ। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একক নাটক ‘সানগ্লাস’; অভিনয়ে আশিক চৌধুরী, অলংকার চৌধুরী। রাত ৯টা ৩৫ মিনিটে একক নাটক ‘খুব যতনে’; অভিনয়ে জাহের আলভী, নাবিলা ইসলাম।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ইলিশ গন্ধ’; অভিনয়ে শাওন, সাদিয়া আয়মান। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ‘ফল ইন লাভ’; অভিনয়ে মুশফিক আর ফারহান, ফারিন খান। রাত ৯টা ১৫ মিনিটে একক নাটক প্রেম ও ছলনার গল্প; অভিনয়ে ইয়াশ রোহান, নেহা। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক ‘কেশ কারিগর’; অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি।

আরটিভি
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক লুটেরা; অভিনয়ে ইয়াশ রোহান, আইরিন। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড’; অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘খোদা হাফেজ ঢাকা’; অভিনয়ে শামীম হাসান সরকার, তানিয়া বৃষ্টি। রাত ১১টায় একক নাটক ‘ক্লিপ্টোম্যানিয়া’; অভিনয়ে ঋষি কৌশিক, ফারিয়া শাহরিন।

বাংলাভিশন
বেলা ২টা ২৫ মিনিটে টেলিফিল্ম ‘বাদী যখন বেগম’; অভিনয়ে মোশাররফ করিম, সারিকা। বিকেল ৫টা ৫০ মিনিটে একক নাটক প্রেম এমনই হয়; নিয়ল আলমগীর, সাফা কবির। সন্ধ্যা ৭টা ৪৫ ‘সোনিয়া সিনড্রোম’; অভিনয়ে ইয়াশ রোহান, সাদিয়া আয়মান।

‘সোনিয়া সিনড্রোম’ নাটকের দৃশ্য। বাংলাভিশনের সৌজন্যে

রাত ৯টা ২০ মিনিটে একক নাটক ‘প্রেম খেলাপি’; অভিনয়ে মোশাররফ করিম, সামান্থা পারভেজ। রাত ১০টা ৪০ মিনিটে একক নাটক ‘নিজে বাঁচলে বউয়ের নাম’; অভিনয়ে মোশাররফ করিম, সালহা খানম নাদিয়া। রাত ১১টা ৩৫ মিনিটে একক নাটক ‘ভালোবাসার খোঁজে’; অভিনয়ে জোভান, তানিয়া বৃষ্টি।

বৈশাখী
রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘মানুষ মানুষ খেলা’; অভিনয়ে খায়রুল বাসার, তানজিন তিশা। রাত ৯টা ৫০ মিনিটে একক নাটক এ হৃদয়; অভিনয়ে জোভান, কেয়া পায়েল।

দীপ্ত
রাত ৮টায় একক নাটক ‘মতিমিয়ার বায়োস্কোপ’; অভিনয়ে ফজলুর রহমান বাবু, মিহি। রাত ১০টা ৫ মিনিটে একক নাটক ‘কিছু কথা বলার ছিল’; অভিনয়ে আরশ খান, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক অবসর; অভিনয়ে তানজিন তিশা, ফজলুর রহমান বাবু।

‘মতিমিয়ার বায়োস্কোপ’

মাছরাঙা
রাত ৮টায় একক নাটক ‘বাউন্সার’; অভিনয়ে শাওন, সামিরা খান মাহি। রাত ১০টা ২০ মিনিটে একক নাটক ‘গল্পটা ভালোবাসার’; অভিনয়ে শামীম হাসান সরকার, শখ। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম মায়া’; অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।