গল্পের নায়ক ১৪ বছরের কিশোর, যেভাবে বাগেরহাটের সেই কিশোরের খোঁজ পেলেন মিমি
সাধারণত কোনো কনটেন্টের ক্ষেত্রে গল্পের নায়ক পরিচিত কাউকে রাখতে দেখা যায় না। সেখানে যেন এই সময়ে এসেও ব্যতিক্রমী পথে হাঁটলেন নন্দিত অভিনেত্রী আফসানা মিমি। তিনি তাঁর নতুন একটি কনটেন্টের প্রধান চরিত্রে বেছে নিয়েছেন ১৪ বছরের এক কিশোরকে। যাকে এর আগে কখনোই অভিনয়ের ত্রিসীমানায় দেখা যায়নি। বাগেরহাটের এই কিশোরের অভিষেক ঘটছে ওটিটিতে মিমি পরিচালিত প্রথম কনটেন্টে।
আফসানা মিমির পরিচালনায় তৈরি এই কনটেন্ট ওয়েব ফিল্ম নাকি ওয়েব সিরিজ, সেটি জানা যায়নি। শুধু এটুকু জানালেন, আগে শুটিং শেষ করবেন, তারপর এ ব্যাপারে যা বলার বলবেন। আফসানা মিমির ভাষ্য, ‘প্রাথমিক ভাবনা ছিল চ্যানেল আইয়ের জন্য একটা কাজ করব। গল্প তৈরি হওয়ার পর গল্পের সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে মনে হলো আইস্ক্রিনকে মাথায় রেখে কাজটা করি। সেভাবেই এগিয়ে যাওয়া।’
মিমির নতুন এই নির্মাণের প্রধান চরিত্র আবর্তিত হয়েছে ১৪ বছরের এক কিশোরকে ঘিরে, যে এর আগে কখনোই অভিনয় করেনি। বাগেরহাটের একটি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে এই কিশোর। তার নাম আরহাম। তার বাবা বাগেরহাটের রুদ্র থিয়েটারের সদস্য। ১৪ বছরের এই কিশোরকে শুটিং শেষে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানালেন মিমি।
কীভাবে এই কিশোরকে খুঁজে পেলেন, জানতে চাইলে মিমি বলেন, ‘গল্প চূড়ান্ত হওয়ার পর লোকেশন খুঁজতে বাগেরহাট যাই। সেখানেই খুঁজে পেলাম কনটেন্টের প্রধান চরিত্রের কিশোরকে। গল্পটা ১৪ বছরের এক কিশোরের স্বপ্নপূরণের এবং স্বপ্নের সাথি মায়ের যুদ্ধের। বাগেরহাট শহরের সাংস্কৃতিক অঙ্গনের বন্ধুরা, শহরের সুধীজনেরা, প্রশাসনিক কর্মকর্তারা, সবার অনুপ্রেরণায় ও সার্বিক সহযোগিতায় কাজটা শুরু হয়। এতে অভিনয় করেছেন বাগেরহাট ও ঢাকার বিভিন্ন থিয়েটার দলের অভিনয়শিল্পীরা।’ তিনি আরও বলেন, ‘আমি আহামরি বা অভিনব কিছু বানাচ্ছি, তা বলব না। খুব সাধারণ একটা গল্প খুবই সাধারণভাবে বানাচ্ছি।’
দেশের বিভিন্ন স্থানে শুটিং করলেও এবারই প্রথম বাগেরহাট এলাকায় শুটিং করছেন মিমি। তবে এই এলাকার সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরোনো। আত্মীয়দের অনেকের বসবাস এ অঞ্চলে। শুটিং লোকেশন বাগেরহাট বেছে নেওয়া প্রসঙ্গে মিমি বলেন, ‘কারণ, গল্পটা একটা নিরিবিলি ছোট শহরের। তা ছাড়া বাগেরহাট এমনিতেও আমার প্রিয় শহর। সব মিলিয়ে মনে হয়েছে এই শহরে কাজটা সুন্দরভাবে করা সম্ভব।’
এদিকে দীর্ঘ বিরতি শেষে ‘সায়ংকাল’ নাটক দিয়ে নির্মাণে ফিরেছিলেন আফসানা মিমি। নাটকটি ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিটিভিতে প্রচারিত হয়। গত আড়াই বছরে আর কোনো নির্মাণে দেখা যায়নি নব্বইয়ের দশকের নন্দিত এই অভিনেত্রীকে। আবার নির্মাণ শুরু করলেন মিমি। নাম চূড়ান্ত না হলেও ওটিটির জন্য এরই মধ্যে বাগেরহাটে ছয় দিন একটি কনটেন্টের শুটিং করেছেন তিনি। এটি ওটিটিতে তাঁর প্রথম কাজ।