ছয় বছর পরে ধারাবাহিক নাটকে ফিরে যা বললেন চাঁদনী

ছয় বছর পরে ধারাবাহিক নাটকে ফিরেছেন চাঁদনী
ছবি: ফেসবুক

একসময় ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করতেন মেহবুবা চাঁদনী। পরে ব্যক্তিগত কারণে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। বর্তমানে নাচসহ অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ধারাবাহিকে অভিনয় করছিলেন না। অবশেষে প্রায় অর্ধযুগ পরে এই অভিনেত্রী ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’–এ নাম লেখালেন।

নাটকের শুটিংয়ের ফাঁকে চাঁদনী, শাহেদ শরীফ ও অন্যরা
ছবি: ফেসবুক

চাঁদনী সর্বশেষ ২০১৬ সালে ‘হাউস ওয়াইফ’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। নাটকটির পরিচালক ছিলেন আকরাম খান। এর আগে বেশ কিছু ধারাবাহিক নাটকে প্রস্তাব পেলেও সেগুলোতে নাম লেখাননি। এবার ধারাবাহিকে ফেরা প্রসঙ্গে চাঁদনী বলেন, ‘পরিবার নিয়ে নাটকটির ঘটনা। তাই অভিনয় করছি। কারণ, এখন গতানুগতিক যেসব নাটক হচ্ছে, সেখানে পরিবারকেন্দ্রিক গল্পের তেমন কোনো নাটক বা ধারাবাহিক নাটক নেই। কিন্তু আমাদের দর্শক এই পরিবারকেন্দ্রিক গল্পগুলো পর্দায় দেখতে চান। দেশের যত জনপ্রিয় বা দর্শকপ্রিয় নাটক আছে, সেগুলোর বেশির ভাগই পরিবার নিয়ে গল্প।’

অভিনেত্রী চাঁদনী
ছবি: ফেসবুক

চাঁদনী আরও বলেন, ‘নতুন করে যেন আগের মতো পরিবারকেন্দ্রিক নাটক ফিরে আসে সেই আশা ও প্রত্যাশাতে সবার সঙ্গে কাজটি করা। চরিত্রটি ভালো লেগেছে। যে কারণে কাজটি করা। না হলে নাটকটি আমি করতাম না। আমরা চাই, পারিবারিক গল্পের নাটক আরও বেশি হোক। তাহলে দেশের দর্শক আবার নাটক দেখবেন। দর্শক যখন নাটকের গল্পে নিজেকে কানেক্ট করতে পারবেন, তখনই নাটক দর্শক পাবে। আমার আশা, আমাদের নাটক দর্শক দেখবেন। পরিবারের বর্তমান সময়ের গল্প দর্শকদের ভালো লাগবে।’

নাচে ব্যস্ত চাঁদনী
ছবি: ফেসবুক

নাটকে চাঁদনীকে দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। ফ্যামিলি ডিসটেন্সের পরিচালক হাসান জাহাঙ্গীর জানান, নাটকটি নভেম্বরে সপ্তাহে তিন দিন বৈশাখী টেলিভিশনে প্রচার হবে। নাটকে আবুল হায়াত, ডলি জহুর, জলি মল্লিক, সাবেরী আলম, শাহেদ আলীসহ আরও অনেকে অভিনয় করেছেন।