৭ কলেজের আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গল্প গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

তৌসিফ মাহবুব। ছবি: শিল্পীর সৌজন্যে

গল্পের প্রেক্ষাপট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেভাবেই চিত্রনাট্য, লোকেশনসহ সবকিছু প্রস্তুত করা ছিল। শুটিংয়ের অনুমতিসহ সব বন্দোবস্ত হয়ে গেছে। রাত পোহালেই শুটিং। কিন্তু হঠাৎ করেই সে সময়ে সাত কলেজের আন্দোলন শুরু হয়। পরে জটিলতায় ভেস্তে যেতে বসেছিল শুটিং। অবশেষে উপায়ান্তর না পেয়ে ঢাবির সেই গল্প এক রাতের মধ্যে চলে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।

সম্প্রতি ভালোবাসা দিবসের নাটক ‘প্রথম প্রথম প্রেম’ ঘিরেই এমন ঘটনা ঘটেছে। নাটকটি পরিচালনা করছেন মাহমুদুর রহমান। তিনি হিমি নামেই পরিচিতি। নাটকে অভিনয় করছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। তৌসিফ জানান, ভালোবাসা দিবসের নাটক এটি। গল্পের প্রেক্ষাপট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে ও মেয়ের প্রেমের কাহিনি। তাদের ক্যাম্পাস, হল জীবনের নানা ঘটনা এখানে প্রাধান্য দেওয়া হয়েছিল।

তৌসিফ মাহবুব। ছবি: শিল্পীর সৌজন্যে

‘মূলত গল্পের পরিসর ছিল অনেক বড়। দীর্ঘ সময় ক্যাম্পাসে শুটিং করতে হবে। হলের ডাইনিংসহ ক্যাম্পাসের খোলামেলা লোকেশন দরকার ছিল। আমাদের শুটিংয়ের সময় শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। ওই সময় ক্যাম্পাসে শুটিং করাটা আমাদের জন্য ঝুঁকি হয়ে যায়। যে কারণে আমরা এক দিনের পরিকল্পনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শুটিংয়ের চিন্তা বাদ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলে আসার পরিকল্পনা করি। এখন রাজশাহীতেই শুটিং হচ্ছে’, বলেন তৌসিফ।

কেয়া পায়েল। ছবি: শিল্পীর ফেসবুক থেকে

তৌসিফ বলেন, ‘আমাদের এক রাতের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছে নতুন শুটিং স্থানের বিষয়ে। ভালোবাসা দিবসের কাজ। পেছানোর সুযোগ ছিল না। আর রাজশাহী ক্যাম্পাস শুটিংয়ের জন্য অনেক ফ্রেন্ডলি। এখানে সবাই অনেক সহযোগিতা করছেন। যে কারণে আমরা তাৎক্ষণিক এই ক্যাম্পাস বেছে নিয়েছি।’

এদিকে সম্প্রতি এক শুটিং সেটে, একসঙ্গে দেখা গিয়েছে আফরান নিশো ও তৌসিফ মাহবুবকে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তাঁদের ভক্তরা লিখেছেন, ‘একসঙ্গে আসছেন তাঁরা।’

তৌসিফ মাহবুব। ছবি: শিল্পীর সৌজন্যে

এই নিয়ে তৌসিফ জানান, তারা একসঙ্গে পাশাপাশি শুটিং সেটে শুটিং করছিলেন। সেখানে শুটিং থেকে বের হওয়ার সময় আফরান নিশোর সঙ্গে তৌসিফ মাহবুবের দেখা হয়।

তৌসিফ নিশো সম্পর্কে বলেন, ‘নিশো ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন পরে দেখা। আমাদের হাই–হ্যালো হয়েছে। কেমন আছি এই খবরাখবর। ‘সুড়ঙ্গ’ সিনেমার পরে দেখা হলো। দুজন অভিনেতা একসঙ্গে হলে যা হয় আরকি। এটাই অনেকে ভিডিও করে রাখে।’

আরও পড়ুন