জন্মদিনে মৌকে নিয়ে কে কী বললেন

দেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ভক্ত ও দর্শকের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেকেই প্রায়ই এই তারকার সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করে থাকেন। অনেকে আবার তাঁকে মডেল-অভিনেত্রী হিসেবে আদর্শ মানেন। টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক জাহিদ হাসানের সঙ্গে সংসারজীবন এই তারকার। তাঁদের সংসারে রয়েছে পুষ্পিতা ও পূর্ণ নামের দুই সন্তান। আজ ২১ জুন এই তারকার জন্মদিন। দিনটি উপলক্ষে তাঁকে নিয়ে ফেসবুকে তারকাদের কেউ কেউ মনের অনুভূতি ব্যক্ত করে শুভেচ্ছা জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক মৌকে নিয়ে কে কী বললেন
১ / ৫
টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার ভীষণ স্নেহের ও ভালোবাসার একজন মানুষ। বিভিন্ন সময় ফেসবুক পোস্টেও তা প্রকাশিত হয়। জন্মদিনে মৌয়ের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ছড়া আকারে লিখেছেন, ‘মিরর মিরর অন দ্য ওয়াল, হু ইজ দ্য প্রিটিয়েস্ট অব দেম অল? মিরর সেজ, সাদিয়া ইসলাম মৌ অফ কোর্স। শুভ জন্মদিন প্রিয় মৌ। তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত।’
ছবি : সুবর্ণা মুস্তাফার ফেসবুক
২ / ৫
১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন মৌ। একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য সে সময় তাঁর সঙ্গে রেকর্ড ১ লাখ টাকা পারিশ্রমিকের চুক্তি করা হয়। সেই থেকে এখন পর্যন্ত তিনিই বাংলাদেশের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া নারী মডেল। এই মডেল ও অভিনেত্রীর সঙ্গে আরেক মডেল ও অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। প্রিয় বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এভাবেই, ‘মৌ, আমাদের ঝলমলে রোদ। আজ সেই দিন, যেই দিন এই পৃথিবীতে তোমার আগমন ঘটেছিল, তোমার চারপাশের মানুষের জন্য আশীর্বাদ এবং অনুপ্রেরণা হতে! তুমি অসাধারণ একজন মানুষ। কীভাবে তুমি এতটা নিখুঁত হতে পারো? এমন আরও অনেকগুলো জন্মদিন ফিরে আসুক, আর পূরণ হোক তোমার সব স্বপ্ন। শুভ জন্মদিন বন্ধু। ভালোবাসি তোমাকে, মৌ।’
ছবি : বিজরীর ফেসবুক
৩ / ৫
৩৫ বছর ধরে দেশের শীর্ষ মডেল হিসেবে রাজত্ব চলছে মৌয়ের। মডেল পরিচয়ের পাশাপাশি মৌ একজন গুণী নৃত্যশিল্পী। ছোটবেলায় বাবার সঙ্গে গানের অনুশীলনও করতেন তিনি। গানের চর্চা চালিয়ে গেলে হয়তো আজ সংগীতশিল্পী পরিচয়েও তাঁকে পাওয়া যেত। তাঁর বাবা প্রয়াত সাইফুল ইসলাম ছিলেন জনপ্রিয় একজন সংগীতশিল্পী। আঁকাবাঁকা, বাদশা, আপনজনসহ বেশ কিছু সিনেমাতে প্লেব্যাকও করেছিলেন তিনি। মৌকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে অভিনেত্রী ও মডেল তানভীন সুইটি লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় মৌ। দিনটি বারবার ফিরে আসুক। ভালোবাসা তোমাকে প্রিয়।’
ছবি : তানভীন সুইটির ফেসবুক
৪ / ৫
১৯৯৫ সালের ৩ জুলাই প্রচারিত হয়েছিল সাদিয়া ইসলাম মৌয়ের প্রথম নাটক ‘অভিমানে অনুভবে’। যদিও অনেকটা জোর করেই তাঁকে অভিনয়ে রাজি করানো হয়েছিল। এমনকি শুটিং শুরু হওয়ার দিন সকালেও পরিচালক-নাট্যকার ফারিয়া হোসেনকে মৌ অনুরোধ করেছিলেন, তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়ার জন্য। ফারিয়া হোসেনের লেখা গল্প মৌকে নিয়ে নাটক বানিয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী। ‘প্রথম প্রথম প্রেম’ নামের সেই নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা লিখে মৌকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন চয়নিকা। ফেসবুকে তিনি লিখেছেন, ‘তুমি পরিচালকের শিল্পী। তোমাকে নিয়ে যখন কাজ করি, খুব শান্তি আর আরাম নিয়ে কাজ করি। তুমি মানুষটা সব সময় আলাদা জানতাম, কিন্তু তোমার সাথে কাজ করে একজন সত্যিকারের অভিনয়শিল্পীকেই চিনলাম। তুমি আমাদের দেশের নম্বর ওয়ান মডেল, দারুণ নৃত্যশিল্পী। শোনো মৌ, তুমি আর তোমার পরিবারের থেকে পাওয়া রাশা আন্টি, আংকেলের কাছ থেকে তোমার শিক্ষা-দীক্ষাও বড় সবচেয়ে বড় বিষয়। আর তাই তুমি জানো, কী করে সম্মান করতে হয়। তুমি অনেক আধুনিক, উন্নত মনের মানুষ। পরিচালক হিসেবে তুমি আমাকে অনেক সম্মানিত করেছ। স্যালুট তোমাকে। অনটাইম পুরোপুরি মেকআপ নিয়ে সেটে আসা শিল্পী খুব কম। একদম হাতে গোনা। সব সময় তুমি ফোন রিসিভ করো, কল ব্যাক করো যদি রিসিভ করতে না পারো, টেক্সটের রিপ্লাই দাও। এটাই ভদ্রতা। অনেক কৃতজ্ঞতা। আরও অনেক কাজ একসাথে করতে চাই সামনে। অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা আর ধন্যবাদ। ভালোবাসি তোমাকে। শুভ জন্মদিন।’
ছবি : চয়নিকা চৌধুরীর ফেসবুক
৫ / ৫
ঢালিউডের তারকা-নির্মাতাদের অনেকে মৌকে চলচ্চিত্রের নায়িকা বানাতে চেয়েছিলেন। বলিউডের ‘সাজান’ সিনেমার রিমেক ‘স্বজন’ সিনেমাতেও তিনি প্রস্তাব পেয়েছিলেন। এ প্রসঙ্গে গত এপ্রিলে মৌ প্রথম আলোকে বলেছিলেন, আমি যে ধরনের সিনেমা করতে চাই, সে ধরনের সিনেমা তখন অতটা হতো না। তবে এখন হচ্ছে। গল্পপ্রধান, অভিনয় করার মতো চরিত্র পেলে অবশ্যই এখন সিনেমায় কাজ করব।’ মৌকে নিয়ে তাঁর পরের প্রজন্মের অভিনয়শিল্পীদেরও মুগ্ধতার শেষ নেই। টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ জন্মদিনের শুভেচ্ছা জানালেন এভাবে, ‘মৌ মানেই তো সুন্দর, তাই না আপু, শুভ জন্মদিন, আপু সাদিয়া ইসলাম।’
ছবি : তাহমিনা মৌয়ের ফেসবুক