সেই ‘এক্স ফ্যাক্টর’ নাটকের সিকুয়েল কি আবার আসছে
২০০৭ সালে মুক্তি পেয়েছিল নাটক ‘এক্স ফ্যাক্টর’। সেই সময় তুমুল আলোচনা তৈরি করেছিল শিহাব শাহীনের পরিচালিত নাটকটি। তৈরি হয়েছিল ‘এক্স ফ্যাক্টর ২’। সেই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব, ইরেশ যাকের ও জেনিরা। পরিচালকসহ ১৬ বছর আগের এই টিম আবার একসঙ্গে।
সম্প্রতি ‘হইচই’–এর একটি অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। পরে তাঁরা ফ্রেমবন্দী হন। শিহাব শাহীন জানান, ১৬ বছর পর তাঁদের ‘এক্স ফ্যাক্টর’ নাটকের সেদিনের স্মৃতিচারণা নিয়ে কথা হয়েছে। তাঁদের আড্ডায় উঠে আসে, নতুন করে হতে পারে ‘এক্স ফ্যাক্টর’। গল্প–ভাবনাও ভাগাভাগি করেছেন অপূর্ব। সে রকম হয়ে থাকলে বর্তমানে মঈন, রোকসানা, মাফি—কে কেমন আছেন, সেটাই তুলে ধরা হবে।
শিহাব শাহীন বলেন, ‘গতকাল বৃহস্পতিবার অপূর্ব আমাকে বলছিল, এটা হতে পারে। তখন আমারও মনে হয়, হতে পারে। কারণ, নাটকটি দর্শকদের কাছে পৌঁছেছিল। ১৬ বছর আগে ২০০৭ সালে যখন নাটকটি রিলিজ হয়, তখন দর্শকেরা আলোচনা–সমালোচনা সবই করেছেন। কিন্তু কাজটি পছন্দ করেছিলেন। আমার মনে হয়েছে, গল্পটি নতুন করে আসতে পারে।’
‘এক্স ফ্যাক্টর’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অপূর্ব। গতকাল অপূর্বর সঙ্গে কী কথা হয়েছিল জানতে চাইলে শিহাব শাহীন বলেন, ‘অপূর্ব একটা আইডিয়া শেয়ার করেছে। পরবর্তী সময়ে চরিত্রগুলো কী করতে পারে, সেগুলো নিয়ে কথা হলো। সবাই সবার জায়গা থেকে গল্প কী হতে পারে, সেগুলো জানিয়েছে। আমি ভাবছি, দেখি কী হয়। তবে এটা বলা যায়, ভাবনাটা এখনো কনটেক্স পর্যায়ে রয়েছে। ভক্তরা হয়তো সুখবর পেতে পারেন।’