‘লুটপাট, নৈরাজ্যের এই উল্লাস সাধারণ মানুষকে এখন ভাবিয়ে তুলেছে’

দেশের সাধারণ মানুষের মতোই নতুন করে স্বপ্ন দেখছেন নির্মাতারা। তবে শেখ হাসিনার পদত্যাগের পর দেশজুড়ে তৈরি হওয়া সহিংসতা, নৈরাজ্য নিয়েও চিন্তিত তাঁরা। প্রথম আলোকে নিজেদের ভাবনা জানিয়েছেন এই সময়ের দুই নির্মাতা।

অনিমেষ আইচ ও আকরাম খান। কোলাজ

এখন দেশজুড়ে অসভ্য কাজ করা হচ্ছে। আপনি বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলছেন, বঙ্গবন্ধুকে আপনি অপমান করছেন, অপদস্থ করছেন। এ কেমন কথা? বঙ্গবন্ধু, স্বাধীনতাকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। দেশজুড়ে এসব দেখে দেখে আমরা সবাই মর্মাহত হচ্ছি।

আকরাম খান
একটা স্বপ্ন নিয়ে ছাত্র–জনতার আন্দোলনের ফসল এটি। কিন্তু বিজয়ের পর দুঃখজনক ঘটনা ঘটছে। হয়তো বাস্তবতার কারণেই এটি হচ্ছে।

আকরাম খান। নির্মাতার ফেসবুক থেকে

বহু বছরের অবদমন ও ক্ষোভের কারণে ভাঙচুর–লুটপাট হয়েছে, হচ্ছে। কিন্তু এটি অত্যন্ত নিন্দাজনক। এটি বন্ধ করতে হবে। এসবে সংস্কৃতিকর্মীদের একটা দায়ভার আছে।

সবাই মিলেমিশেই এটি নিয়ন্ত্রণে আনতে হবে। সব জাতি–ধর্মনির্বিশেষে এটি করতে হবে। নতুন সময় এসেছে, উদ্‌যাপনও করতে হবে, পাশাপাশি দেশের কাঠামো সংস্কার করে দেশটাকে ঠিকঠাক করতে হবে।

আরও পড়ুন