বিয়ে করেছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌ
বিয়ে করেছেন উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী মৌ। গতকাল এ তথ্য অভিনেত্রী নিজেই জানিয়েছেন। তাঁর বরের নাম আরিফ হক। জানা যায়, আরিফ কিছুদিন ধরেই মৌকে পছন্দ করতেন। মৌ সবকিছু দেরিতে জানলেও বিয়ে বা প্রেমের কোনো সম্পর্কে যেতে চাননি। পরে সময় চেয়েছিলেন মৌ।
অবশেষে আরিফের পরিবারের পক্ষ থেকে যখন মৌয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়, তখন দুই পরিবারের সম্মতিতেই এই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।
উপস্থাপনার জন্য বেশি পরিচিত মৌসুমী মৌ। উপস্থাপক হিসেবে মৌয়ের কথা বলা ও ব্যক্তিত্ব দেখেই আরিফ প্রেমে পড়ে যান। কিন্তু কোনোভাবেই ভালোবাসার মানুষের কাছে খবরটি পৌঁছাতে পারছিলেন না আরিফ। মৌ বলেন, ‘আমাকে আরিফ পছন্দ করে, এটা আমি অনেক পরে শুনেছি আমার কাজিনের কাছ থেকে। আমার কাজিন আরিফদের এক ব্যাচ সিনিয়র, যিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেন কুয়েটে। আরিফ বুয়েটে পড়তেন, তবে তাঁর উচ্চমাধ্যমিক পর্যন্ত খুলনায়ই কাটে। ফলে কুয়েটের অনেক সিনিয়র ভাইয়া-আপুদের সঙ্গেই আরিফের পরিচয় ছিল। তখনই আমার কাজিন তাঁকে সরাসরি বলে দেয় যে হবে না, লাভ নেই। তখন আমি প্রেম, বিয়ে বা এগুলো নিয়ে তেমন কিছুই জানি না। আমাদের নিজেদের মধ্যে পরিচয়ও ছিল না। এগুলো তো প্রায়ই শুনি। তাই গুরুত্ব দিইনি।’
গত বছর মৌসুমী চট্টগ্রামে ফয়’স লেকে একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে হাজির হয়েছিলেন। সেদিনই তিনি প্রথম মেসেঞ্জারে একটি খুদে বার্তা পান। ছবি নিয়ে কথা হয় তাঁদের। তখন মৌ বুঝতে পারেন যে আরিফ তাঁকে খুব পছন্দ করেন। ক্রমেই কথা বলে জানতে পারেন, আরিফ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেছেন। মৌ পরে বুঝতে পারেন তাঁর মা-বাবা বিয়েতে রাজি। তখন ১০ দিনের সময় চেয়ে নেন এই উপস্থাপিকা।
মৌ বলেন, ‘আমি সাত দিন ভেবেচিন্তে বিয়েতে মত দিই। বিয়ের দিন আমি বেলা তিনটায় ইভেন্ট করতে চলে গেছি। রাত পৌনে একটায় বাসায় ফিরেছি। আরিফ নিজে নিয়ে গিয়েছিল ইভেন্টে। গায়েহলুদের দিন আমি রাত ১২টায় এসেছি ইভেন্ট শেষ করে। আমার কাছের তিন সহকর্মী ও বন্ধু অপেক্ষা করছিল আমার জন্য। আসলে খুব অল্প সময়ে সব হয়েছে। এই সময়ে যখন ভেবেচিন্তে দেখলাম যে দুই পরিবারের সদস্যরা রাজি, তখন সব ভেবে মনে হলো যে আরিফকে বিয়ে করা যায়।’
কেন মনে হলো আরিফকে বিয়ে করা যায়? এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের এর মধ্যে বেশ কয়েকবার কথা হয়েছে। এ সময় বুঝলাম যে আমাদের মধ্যে আসলে অনেক বিষয়ে মিল। আমি যেমন একটু চঞ্চল। কারও সঙ্গে নানা বিষয় নিয়ে সহজেই কথা বলতে পারি। আড্ডা জমে যায়। তেমন আরিফও যেকোনো পরিবেশের সঙ্গে মানাতে পারে। আমি যেহেতু বিয়ে করব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই মা–বাবা আর মামাদের খুব চাপ ছিল। সবকিছু মিলিয়েই মনে হয়েছে যে আরিফের সঙ্গে সংসার করা যায়।’
মৌ এক দশক আগে অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেন। শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগ দেন। ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি। এখনো মূকাভিনয়ে নিয়মিত। তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক। মূকাভিনয় শুরুর পর মৌ সঞ্চালক হিসেবে নাম লেখান। বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় দুই মাধ্যমেই পরিচিতি মুখ। নাটকের পাশাপাশি তিনি সিনেমায়ও নাম লিখিয়েছেন। বর্তমানে তিনি নাটক নিয়ে ব্যস্ত। প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি।
তাঁর বর আরিফ হক বুয়েটে পড়াশোনা করেছেন এবং বর্তমানে হেড অব অ্যাডমিশনস হিসেবে দায়িত্ব পালন করছেন শিখো টেকনোলজিস, বাংলাদেশে। এ ছাড়া, তিনি বাংলাদেশ বিজ্ঞান পরিষদের সভাপতি।