আদনান আল রাজীব কেন মেহজাবীনের কাছে এই পরামর্শ চাইলেন
নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে অভিনেত্রী মেহজাবীনের প্রেম ও বিয়ের গুজব অনেকবারই রটেছে। ব্যক্তিগত বিষয়টি নিয়ে অবশ্য দুজনের কেউই কথা বলতে চান না। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে দুজনেরই মুখে কুলুপ আঁটেন। তবে বাস্তব সম্পর্ক যা–ই থাক, নেট দুনিয়ায় একে অন্যের সঙ্গে মজা করতে ছাড়েন না কেউই। প্রায়ই সামাজিক মাধ্যমে একের অন্যের পোস্টে মজার মন্তব্য করেন। ব্যতিক্রম হলো না এবারও। একটি পত্রিকার ফেসবুক পোস্টের নিচে তাঁদের মন্তব্য-পাল্টা মন্তব্য নজর কেড়েছে ভক্তদের।
কিছুদিন আগেই ‘দীর্ঘ সম্পর্কে একঘেয়েমি, শরীর ভালো রাখতে ‘ফ্লার্ট’ করুন অন্য কারও সঙ্গে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ। পত্রিকাটি এ খবর তাঁদের ফেসবুকেও পোস্ট করে। যে পোস্টের নিচে মন্তব্য করেন আদনান আল রাজীব।
খবরের শিরোনামের দিকে দৃষ্টি আকর্ষণ করে মেহজাবীন চৌধুরীকে ট্যাগ করে তিনি মন্তব্য করেন, ‘এ ব্যাপারে আপনার কী মতামত?’ উত্তর দিতেও দেরি করেননি মেহজাবীন। তিনি লিখেছেন, ‘মতামত সামনি সামনি বোঝাব...দেখা করো আমার সঙ্গে’। দুই তারকার এমন সরেস মন্তব্যে মজা পেয়েছেন তাঁদের ভক্তরা।
আদনান আল রাজীবের মন্তব্য প্রতিক্রিয়া জানিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি অনুসারী, মেহজাবীনের মন্তব্যে প্রতিক্রিয়া এসেছে পাঁচ হাজারের বেশি।
আদানান আল রাজীব ও মেহজাবীনের মন্তব্য-পাল্টা মন্তব্যের প্রতিক্রিয়া মন্তব্য করেছেন অনেক ভক্তও। একজন যেমন লিখেছেন, ‘আপনাদের সাহসের তারিফ করতে হয়।’
কিছুদিন আগে আদনান আল রাজীব একটি মন্তব্য মেহজাবীন ভক্তদের নজর কাড়ে। গত বছর বেশ কয়েকটি ছবি দিয়ে একটি পোস্ট করেছিলেন মেহজাবীন, সেই পোস্টে গত বছরই মন্তব্য করেছিলেন আদনান। তখন তিনি মন্তব্যে মেহজাবীনের প্রশংসা করে ইমোজি ব্যবহার করেছিলেন। সেই ইমোজির অর্থ মেহজাবীনকে দেখে ‘জ্ঞান হারাচ্ছেন’ আদনান। সেই সময় অবশ্য মন্তব্যটির উত্তর দেননি মেহজাবীন।
সেই গত বছরের একই পোস্টে চলতি বছর আদনান মেহজাবীনের প্রশংসা করে লিখেছিলেন, ‘এগুলো পৃথিবীর বাইরের ছবি।’ এবার মেহজাবীন মন্তব্য করতে দেরি করেননি, ‘তুমি এর কী মানে বোঝাচ্ছ, আমি কি একজন ভিনগ্রহ থেকে আসা মানুষ?’ সেখানে অনেক মেহজাবীন ভক্তের প্রশ্ন, ‘আদনান ভাইয়া বলতে চাইছে—‘আমার ভিনদেশি তারা’। কেউ কেউ লিখেছেন, ‘এত দিন পরে চোখ পড়ল, ভাগ্যবান মেহজাবীন’, ‘বাহ! ভাই আর ভাবির কমেন্ট/রিপ্লাই।’