এমবাপ্পে নাকি মেসি, কাকে এগিয়ে রাখলেন জাহিদ হাসান
আজ সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত ম্যাচ বাংলাদেশ সময় আজ রাত ৯টায়। সেই খেলা নিয়েই এখন শুটিং হাউসগুলোতে চলছে আলোচনার ঝড়। সবার একটাই কথা, কে এবার বিশ্বকাপ জিতবে। শুটিংয়ের ফাঁকে এই আলোচনাই এখন প্রাণ পাচ্ছে। সেই তালে শুটিংয়ের ফাঁকে গা ভাসিয়েছেন অভিনেতা জাহিদ হাসান। শুরু থেকেই খেলা নিয়ে উন্মাদনার শেষ নেই এই তারকার। আজকের খেলায় কারা এগিয়ে থাকবে, সেই কথাই জানালেন তিনি।
ফাইনাল ম্যাচ নিয়ে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন জাহিদ হাসান। জানান, খেলার দিনটি স্মরণীয় করে রাখতে ঢাকা ক্লাব বা অল কমিউনিটি ক্লাবে পরিচিতদের সঙ্গে দল বেঁধে খেলা দেখবেন। ৮ বছর পর বিশেষ এই দিন রাঙাতে চান। কারণ, তাঁর পছন্দের দল আর্জেন্টিনা ৮ বছর পর ফাইনালে খেলছে। আজকের ম্যাচে পছন্দের দল নিয়ে প্রত্যাশা কী, জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘দুই দলই বিশাল জার্নির মধ্যে দিয়ে বেড়িয়ে এসে এখন ফাইনালে মুখোমুখি হচ্ছে। কেউ কারও চেয়ে কম নয়। দুই দলই দুবার করে বিশ্বকাপ জিতেছে। যে–ই জিতুক, এবার ৩ নম্বর হবে। এখানে হার–জিত থাকবেই। তবে আমি আর্জেন্টিনার খেলা দেখেই বলছি, তারাই এগিয়ে থাকবে।’
আজকের ম্যাচে আর্জেন্টিনা কত গোলে এগিয়ে থাকবে, জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘এটা বলা কঠিন। কারণ, এমবাপ্পের দলও কিন্তু শক্তিশালী। তবে আর্জেন্টিনা দল যেভাবে প্রতি ম্যাচে নিজেদের ছাড়িয়ে যাচ্ছে, আগের ম্যাচগুলোর সঙ্গে তুলনা করলে বলা যায়—আজ ইতিহাস গড়বে মেসিরা। তারা ফ্রান্সকে ৪টা গোল দেবে। ফ্রান্স ৩ গোল করবে। এক গোলে জয় পাবে আর্জেন্টিনা। অথবা এক গোল হবে। সেই এক গোল করবে আর্জেন্টিনা। খেলা টাইব্রেকারে যাবে না। ৯০ মিনিটের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনা বেশি।’
জাহিদ হাসান আরও বলেন, ‘এবার আর্জেন্টিনা দল আগের চেয়েও শক্তিশালী। এখানে যেভাবে মেসি একা একটি দলকে টেনে তুলছেন, বিশ্বের সেরা একজন খেলোয়াড় বারবার সেই কথা প্রমাণ করছেন—সে হয়তো এবার শেষবারের মতো খেলবে। এই বিশ্বকাপ তাঁর পাওয়া উচিত। আর্জেন্টিনার জন্য অগ্রিম শুভকামনা।’ অভিনয়শিল্পী জাহিদ হাসান তাঁর পরিবারের একমাত্র আর্জেন্টিনার সমর্থক। মডেল-অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী স্ত্রী সাদিয়া ইসলাম মৌ, মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণও ব্রাজিলের সমর্থক।