মেহজাবীনের গল্পে মালাইকার অভিষেক
দুই মাস আগে ক্যারিয়ারে প্রথম নাটকের শুটিং করে আলোচনায় আসেন মালাইকা চৌধুরী। সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান। পরিচালক মোস্তফা কামাল রাজ। জুটি কিংবা পরিচালকের বাইরে ভক্তদের প্রশ্ন হয়ে দাঁড়ায়, কে এই মালাইকা?
পরে জানা যায়, তিনি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন। আগেই বিজ্ঞাপনে নাম লিখিয়েছেন মালাইকা। আজ ছোট পর্দায়ও তাঁর অভিষেক হবে। সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে আজ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম নাটক সন্ধিক্ষণ।
মেহজাবীন চৌধুরীর গল্পভাবনা থেকে নাটকের চিত্রনাট্য করেছেন রাজ। পরিচালক বলেন, ‘গল্পটি ভালো। শুরু থেকেই নতুন কাউকে কাস্ট করার কথা ভাবছিলাম। পরে মেহজাবীনের সঙ্গে চরিত্র নিয়ে বারবার কথা বলি। তখন মাথায় আসে, মালাইকা তো আগে বিজ্ঞাপনে কাজ করেছে, লুক ও চরিত্রটি গল্পের সঙ্গে যায়। মেহজাবীনকে তখন মালাইকার কথা বলি। তার সঙ্গে গল্প নিয়ে বসি। সে–ও গল্পটি পছন্দ করে। যেহেতু মালাইকার প্রথম কাজ, আমরা একটু ধরে সময় নিয়ে কাজটি করেছি, যেন দর্শক নতুন কাউকে ছোট পর্দায় পায়।’
মালাইকা নাটকটি নিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমার প্রেরণা আপু। শৈশব থেকেই আপুকে পর্দায় দেখে বড় হয়েছি। সেই থেকে আমারও মনে হতো অভিনয় করব। কিন্তু সাহস পেতাম না। অনেকবার প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয় করিনি। তখন আপু বলত অল্প অল্প করে এগোতে। যে কারণে বিজ্ঞাপনের মডেল হয়েছি। এবার প্রথম অভিনয় করলাম। দর্শক কীভাবে নেবেন, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছি।’
জোভানের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মালাইকা বলেন, ‘জোভান ভাই আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছেন। কীভাবে ডায়ালগ দিতে হবে, এক্সপ্রেশন কীভাবে কখন দিতে হবে, সবাই শিখিয়ে দিয়েছেন। রাজ ভাইও অনেক সহায়তা করেছেন। স্বাধীনতা দিয়েছেন। তাঁদের সাহসের কারণেই অভিনয় করতে পেরেছি। আর যার কথা না বললেই নয়, শুরু থেকেই আমাকে সাহস দিয়েছে আপু।’
মেহজাবীন জানান, মালাইকা শৈশব থেকেই অভিনয় করতে চাইতেন। আর সব সময়ই তিনি বলতেন, বড় হয়ে সিদ্ধান্ত নিয়ো। ‘এখন যেহেতু সে সিদ্ধান্ত নিতে শিখেছে, তাই সে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে বেছে নিলেও আমাদের কোনো আপত্তি নেই। পরিবার থেকে মালাইকার জন্য সব রকম স্বাধীনতা দেওয়া আছে। যা ভালো লাগবে, সেটাই করবে। অভিনয় করলেও আপত্তি নেই,’ বলেন মেহজাবীন।