বলা মাত্রই সবুজে মিশে গেলাম পিতা-পুত্র

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। সেই ঘটনাগুলোই বৈচিত্র্য হয়ে প্রকাশ পায়। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
‘তুফান’ সিনেমার মুক্তির পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন চঞ্চল চৌধুরী। ছেলের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘বাপ-বেটা গিয়েছিলাম মহল্লার সেলুনে নরসুন্দরের কাছে চুল কাটাতে। ফেরার সময় প্রতিবেশীর বাড়ির সামনে এ রকম সবুজ দেখে মনটা চনমন করে উঠল। শুদ্ধকে বললাম, বাবা, অনেক দিন তোমার সঙ্গে সেলফি তুলি না, আসো, এই সবুজের সামনে একটা সেলফি তুলি। বলা মাত্রই সবুজে মিশে গেলাম পিতা-পুত্র। সবুজ, আহারে সবুজ। এমন সবুজ স্বপ্নই আমাদের চোখজুড়ে।’
ছবি: ফেসবুক
২ / ৪
ক্যারিয়ারে দীর্ঘদিন পর এবার ঈদে ইউটিউবে কোনো নাটক প্রচার হয়নি পরিচালক কাজল আরেফিন অমির। মিস করেছেন ছোট পর্দার কাজগুলো। তিনি লিখেছেন, ‘ঈদে ইউটিউবের দ্রুততম মিলিয়ন, টপ ট্রেন্ডিং মিস করছিলাম। “ফিমেল ৪”–এ আপনাদের ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় সামনে হয়তো সিনেমা হলে যাব।’
ছবি: ফেসবুক
৩ / ৪
ঈদের নাটকগুলো এখন নিয়মিত মুক্তি পাচ্ছে ইউটিউবে। সেই খবর ভক্তদের জানিয়ে দিচ্ছেন। এবার তিনি লিখেছেন, ‘টেকনিক্যাল জটিলতায় “রূপকথা” নাটকটি সন্ধ্যা সাতটায় আসবে। এই অপেক্ষা যেন শেষই হয় না।’ ছবি: অভিনেতার সৌজন্যে
ছবি: ফেসবুক
৪ / ৪
নাটকের তুলনামূলক এবার দর্শক কম। এখনো কোনো নাটক কোটি ভিউ পার করতে পারেনি। এর কারণ ‘তুফান’ নিয়েই কি ব্যস্ত দর্শকেরা? ছবিটি পোস্ট করে মনিরা মিঠু লিখেছেন, ‘তুফানের ঝড়ের মধ্যেও “চাঁদের হাট” নাটক দেখলেন ৯ মিলিয়ন দর্শক।’ এটিই ঈদে সর্বাধিক ভিউ হওয়া নাটক।
ছবি: ফেসবুক