ঈদের তৃতীয় দিন: বিটিভি, এটিএন, চ্যানেল আই ও এনটিভিতে যা দেখতে পারেন

আরটিভিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‌প্রাক্তন। ছবি: সংগৃহীত
সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তৃতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

বিটিভি
বিকেল ৪টা ৪৫ মিনিটে সংগীতানুষ্ঠান। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক নীলাভ

এটিএন বাংলা
সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক আলাল ও দুলাল। অভিনয়ে শামীম সরকার, চাষী আলম, শখ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একক নাটক চিরকুমার সংরক্ষণ। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া। রাত ৮টা ৪৫ মিনিটে একক নাটক গত রাতের ব্যাপার। অভিনয়ে ইয়াশ রোহান, নীলাঞ্জনা নীলা। রাত ১০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ইমরান শো-বকুলও চন্দনে, গানের বন্ধনে’। উপস্থাপনা ইমরান, পরিচালনা কবীর বকুল। অংশগ্রহণে চন্দন চিনহা, আতিয়া আনিসা, মুহিম, রাজিব, সাব্বির, সিঁথি সাহা, অয়ন চাকলাদার, কিশোর প্রমুখ। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম প্লিজ কাউকে বলবেন না। অভিনয়ে শামীম সরকার, অলংকার চৌধুরী।

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিট টেলিফিল্ম স্বপ্ন দেখার দিনগুলো। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম বুনোফুল। অভিনয়ে মনোজ প্রামাণিক, মুফতুহা জান্নাত। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ছোটকাকু সিরিজ নাকাল নকল ছোটকাকু। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একক নাটক অবেলায়। অভিনয়ে সজল নূর, সাদিয়া আয়মান। রাত ৯টা ৩৫ মিনিটে একক নাটক জমিদারের পোলা। অভিনয়ে মোশাররফ করিম, তাসনোভা তিশা।

এনটিভি
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ঝরা পাতা দ্রষ্টব্য। অভিনয়ে জাকিয়া বারী মম, মিলি বাশার। বিকেল ৫টা ১০ মিনিটে সংগীতানুষ্ঠান গান চিরন্তন (আলম খান)। অংশগ্রহণে রাজিব ও ঝিলিক। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার ঈদ স্পেশাল। অভিনয়ে প্রাণ রায়, মায়মুনা মম। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক ঘর। অভিনয়ে মুশফিক ফারহান, মাহি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক দাবা। অভিনয়ে নিলয়, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক অন্তত কথা হোক। অভিনয়ে খায়ারুল বাসার, সাফা কবির। রাত ১২টায় সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। অংশগ্রহণে মিলন মাহমুদ, সাদিয়া লিজা প্রমুখ।

আরটিভি
সন্ধ্যা ৬টায় টক শো ঈদ কার্নিভ্যাল। অতিথি সাফা কবির। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক তিন অক্ষরে নাম যার। অভিনয়ে চাষী আলম, নাদিয়া। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে একক নাটক প্রাক্তন। অভিনয়ে ইয়াশ রোহান, তটিনী। রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক বাড়ি বরিশাল। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক নীল রঙের শার্ট। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১১টায় একক নাটক চোর ডাকাত পুলিশ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তানিয়া বৃষ্টি।