এজাজ বললেন, বিখ্যাত হতে পারিনি, ফারুক বললেন, নিজেকে বিখ্যাত মনে করি
সম্প্রতি একটি ভার্চ্যুয়ালি আড্ডায় মিলেছিলেন হুমায়ূন আহমেদের নাটকের তিন চরিত্র। ‘তারা তিনজন’ খ্যাত অভিনেতা ফারুক আহমেদ, এজাজুল ইসলাম ও স্বাধীন খসরু। যাঁদের বেশ কয়েকটি নাটকে দেখা গেছে। দর্শকদের কাছেও তাঁদের আলাদা পরিচিতি আছে। তবে একসঙ্গে তাঁদের তেমন একটা দেখা যায় না। অনেক দিন পর এক আড্ডা দিলেন তাঁরা।
অনুষ্ঠানে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা ও অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অভিনয়শিল্পীরা। সেখানে তারকা হয়েও জনপ্রিয় বা বিখ্যাত শব্দকে কীভাবে দেখেন, সেটা নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা এজাজ বলেন, ‘আমি মনে করি ফেমাস শব্দটা অনেক বড়। বিখ্যাত হওয়া অনেক বড় বিষয়, কাজ। আমার ধারণা, আমি বিখ্যাত হতে পারিনি। তবে বিখ্যাত হওয়ার স্বপ্ন আমার নেই। আমি অভিনয় করে আনন্দ পাই, রোগীর সুস্থ হওয়া দেখলে শান্তি পাই। আমাকে অনেক বড় কিছু হতে হবে, সারা দেশের মানুষ আমাকে নিয়ে হইহই করবে, এত বড় স্বপ্ন দেখার সাহস আমার নেই।’
অন্যদিকে পাশেই ছিলেন অভিনেতা ফারুক আহমেদ। এই অভিনেতা জানান, নিজেকে তিনি বিখ্যাত মনে করেন। এর কারণ ব্যাখ্যা করে ফারুক আহমেদ বলেন, ‘ফেমাস আমার কাছে আপেক্ষিক শব্দ মনে হয়। আমি যেভাবে চিন্তা করি, তাতে মনে হয় আমি আমজনতার কাছে পৌঁছেছি। পৃথিবীর বাংলাভাষী মানুষেরা আমাকে চেনেন। এটা তো মনে করিয়ে দেয় একধরনের ফেমাস আমি।’ এই তিনি আরও বলেন, ‘আমি যে অনেক ভালো কাজ করেছি, তা নয়। তবে মানুষ যে আমাকে ভালোবাসে, সেই কারণে আমি নিজেকে বিখ্যাত মনে করি।’
যুক্তরাজ্য থেকে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত হয়েছিলেন অভিনেতা স্বাধীন খসরু। তিনি নাটকে আসা ও হুমায়ূন আহমেদের সঙ্গে কীভাবে পরিচয়, সেই কথা বলেন। এ সময় তিনি ফারুক আহমেদ ও এজাজুল ইসলামের সঙ্গে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ‘ফারুক আহমেদ ও ডা. এজাজ ভাইয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল দারুণ। প্রথমে আমার তিন থেকে ছয় মাস লেগেছে তাঁদের সঙ্গে কাজ করতে অ্যাডজাস্ট হতে। কারণ, আমি নার্ভাস ছিলাম। তাঁদের সামনে দাঁড়িয়ে অভিনয়ের অভিজ্ঞতা আমার ছিল না। আমি ফেমাসও ছিলাম না। আমি সৌভাগ্যবান, আমাদের তিনজনের রসায়ন হুমায়ূন স্যার তুলে ধরেছিলেন।’ সম্প্রতি ‘তারা তিনজন’খ্যাত এই অভিনয়শিল্পীরা বেসরকারি যমুনা টেলিভিশনে আড্ডায় এসব কথা বলেন।