এবার ঈদে নাগরিক টিভিতে ২৮ সিনেমা

ঈদের দিন বিকেল ৫টায় ‘মিশন এক্সট্রিম’ দেখানো হবেসংগৃহীত

প্রতিবছর সাত দিনব্যাপী ঈদ আয়োজনে জমজমাট দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয় টেলিভিশন চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের বিশেষ আয়োজনে নাগরিক টিভিতে থাকে জনপ্রিয় পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। এ ধারাবাহিকতায় এবারের ঈদে নাগরিক টিভিতে থাকবে তারকাসমৃদ্ধ জমজমাট সব সিনেমা। বিভিন্ন সময়ে আলোচিত এসব সিনেমা পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতারা। দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের ২৮টি সিনেমা প্রচারিত হবে ঈদের সাত দিনজুড়ে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার নাগরিক টিভির এই আয়োজনে প্রতিদিন ৪টি করে সিনেমা দর্শকেরা উপভোগ করবেন। প্রতিষ্ঠানটির হেড অব প্রোগ্রাম কামরুজ্জামান বাবু বলেন, ‘বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমা। তাই এবার ঈদে আমরা দর্শকদের জন্য মন ছুঁয়ে যাওয়ার মতো সিনেমার পসরা সাজিয়েছি।’

ঈদের দিন সকাল ৮টায় প্রচারিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমা। সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হবে শাকিব খান ও কলকাতার স্বস্তিকা মুখার্জী অভিনীত ছবি ‘সবার উপরে তুমি’ সিনেমা।

বেলা ১টা ৩০ মিনিটে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘লাভ ম্যারেজ সিনেমা এবং বিকেল ৫টায় দিনের শেষ সিনেমা ‘মিশন এক্সট্রিম’ দেখানো হবে। সিনেমাটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী।

ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় রয়েছে ‘ভালোবাসার দুশমন’ সিনেমাটি, এতে অভিনয় করেছেন শাকিব খান, মান্না ও শাবনূর। সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে বাপ্পি চৌধুরী ও আঁচল আঁখি অভিনীত ‘গুন্ডা দ্য টেররিস্ট’। বেলা ১টা ৩০ মিনিটে ঢাকাই সিনেমার নবীন তারকা আদর আজাদ ও শবনম বুবলী অভিনীত ‘তালাশ’ সিনেমাটি দেখানো হবে। এ ছাড়া বিকেল ৫টায় দিনের শেষ সিনেমা ‘রাত জাগা ফুল’দেখানো হবে। এই সিনেমায় দেখা যাবে মীর সাব্বির ও জান্নাতুল ঐশীকে।
ঈদের তৃতীয় দিন সকাল ৮টায় রয়েছে মান্না ও মৌসুমী অভিনীত ‘বাস্তব’ সিনেমাটি। সকাল ১০টা ৩০ মিনিটে শাকিব খান ও শাবনূর অভিনীত ‘সবার উপরে প্রেম’, বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘বস নাম্বার ওয়ান’ এবং বিকেল ৫টায় ‘হিরো দ্য সুপারস্টার’ সিনেমাটি প্রচার হবে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে দুই নায়িকা অপু বিশ্বাস ও ইয়ামিন হক ববিকে।

ঈদের চতুর্থ দিন সকাল ৮টায় রয়েছে শাকিব খান ও শাবনূর অভিনীত ‘প্রেম সংঘাত’ সিনেমাটি। সকাল ১০টা ৩০ মিনিটে শাকিব খান ও পূর্ণিমা অভিনীত ‘দুশমন দরদী’, বেলা ১টা ৩০ মিনিটে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘প্রেমিক নাম্বার ওয়ান’ এবং বিকেল ৫টায় দিনের শেষ ‘ফুল অ্যান্ড ফাইনাল’ দেখানো হবে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ইয়ামিন হক ববিকে দেখা যাবে।
ঈদের পঞ্চম দিন সকাল ৮টায় দেখানো হবে শাকিব খান ও সাহারা অভিনীত ‘নষ্ট ছাত্র’ সিনেমাটি। সকাল ১০টা ৩০ মিনিটে শাকিব খান ও কেয়া অভিনীত ‘রাজধানীর রাজা’, বেলা ১টা ৩০ মিনিটে বাপ্পি চৌধুরী ও অধরা খান অভিনীত ‘নায়ক’ এবং বিকেল ৫টায় দিনের শেষ ‘হিটম্যান’ সিনেমাটি দেখানো হবে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দর্শক দেখতে পাবেন অপু বিশ্বাসকে।

ঈদের ষষ্ঠ দিন সকাল ৮টায় দেখানো হবে মান্না মৌসুমী অভিনীত ‘তাণ্ডব লীলা’ সিনেমাটি। সকাল ১০টা ৩০ মিনিটে রয়েছে শাকিব খান ও পপি অভিনীত ‘বস্তির রানী সুরিয়া’, বেলা ১টা ৩০ মিনিটে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘ভালোবাসা এক্সপ্রেস’ এবং বিকেল ৫টায় দিনের শেষ ‘রাজাবাবু’। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দর্শক দুই নায়িকা অপু বিশ্বাস ও ইয়ামিন হক ববিকে দেখতে পাবেন।
ঈদের সপ্তম দিন সকাল ৮টায় রয়েছে শাকিব খান ও কলকাতার রচনা ব্যানার্জী অভিনীত ‘ওরা দালাল’ সিনেমাটি। সকাল ১০টা ৩০ মিনিটে প্রচার হবে শাকিব খান ও সাহারা অভিনীত ‘রুখে দাঁড়াও’। বেলা ১টা ৩০ মিনিটে শাকিব খান ও পূর্ণিমা অভিনীত ‘সন্তান আমার অহংকার’ এবং বিকেল ৫টায় দিনের শেষ ‘ওয়ার্নিং’ প্রচার হবে। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।