অভিনেত্রী না হলে কী হতেন অর্ষা?

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অর্ষা অভিনীত ওয়েবফিল্ম ‘কুহেলিকা’। গেল ঈদে টেলিভিশনে প্রচারিত ‘ঘুম’ নাটকে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। নাটক, চলচ্চিত্র ও ওটিটি—তিন মাধ্যমে এখন সমানতালে কাজ করছেন তিনি। তাঁর অভিনয় মন কাড়ছে দর্শকের। আজ এ অভিনয়শিল্পীর জন্মদিন। কত বছরে পা দিয়েছেন, তা জানা না গেলেও জেনে নেওয়া যাক এ অভিনয়শিল্পী সম্পর্কে জানা-অজানা কয়েকটি তথ্য
১ / ৪
অভিনয়ে পরিচিত মুখ অর্ষা অভিনয় না করলে কী করতেন? কথা প্রসঙ্গে প্রথম আলোকে জানিয়েছিলেন, তিনি ছবি আঁকতেন। কারণটা এভাবেই ব্যাখা করলেন, ‘ভ্যান গঘের কাজ আমাকে খুব টানে। এখনকার কিছু গ্রাফিতি আর্টিস্ট আছে, আমি তাদের ফলো করি। আমাদের দেশের শাহাবুদ্দিন স্যারের কাজও ভালো লাগে’
ছবি : অর্ষার সৌজন্যে
২ / ৪
অভিনয়ে অর্ষা এখন অনেকের প্রিয় মুখ। অর্ষারও রয়েছেন কয়েকজন প্রিয় মুখ, যাঁদের অভিনয় তাঁর ভালো লাগে। অর্ষা বলেন, ‘তারিক আনাম খানের অভিনয় ভালো লাগে। রাইসুল ইসলাম আসাদ গল্প করতে করতে কাজ করে ফেলেন। আফজাল হোসেন পারফেকশনিস্ট। তাঁদের ফলো করে আমি নিজেকে গুছিয়েছি। সুবর্ণা মুস্তাফা ও অপি করিমদের কাজও আমার প্রিয়’
ছবি : অর্ষার সৌজন্যে
আরও পড়ুন
৩ / ৪
অভিনয়ের ক্ষেত্রে গল্প নির্বাচনের কোন দিকটায় নজর দেন অর্ষা। জানালেন, গল্প নির্বাচনের ক্ষেত্রে যে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গল্পের গাঁথুনি; দ্বিতীয় হচ্ছে সংলাপ; তৃতীয় হচ্ছে উপস্থাপন
ছবি : সংগৃহীত
৪ / ৪
জন্মদিনে একবার মজার ঘটনা ঘটেছিল। তখন কলেজে পড়তেন অর্ষা। অনেক দিন ধরে কোনো ক্লাস ছিল না বলে ঘুমিয়ে কাটিয়ে দিতেন অনেকটা সময়। সে রকম একদিন ঘুম থেকে উঠে দরজা খুলতে গিয়ে তিনি চমকে ওঠেন। দরজাটি ছিল বাইরে থেকে আটকে রাখা। ঘাবড়ে যান তিনি। অনেক ডাকাডাকি করে প্রায় ১৫ মিনিট পর দরজা খোলা হলে দেখলেন, তাঁর জন্য অপেক্ষা করছে চমক। সেদিন ছিল অর্ষার জন্মদিন। এখনো প্রতি জন্মদিনে সেই দিনের কথা মনে পড়ে যায় অর্ষার
ফেসবুক