‘এখনো আমাদের দেশের প্রায় ৯৫ ভাগ মেয়ের জীবনের গল্প এটা’

তারকারা ব্যস্ত সময় পার করছেন। কেউ শুটিং নিয়ে ব্যস্ত, কেউ কারও অপেক্ষায় দিন পার করছেন, কেউ স্মৃতিচারণায় ব্যস্ত, কেউ পরিবারকে সময় দিচ্ছেন। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে...
১ / ৫
অভিনেত্রী রুনা খান নারীদের স্বাস্থ্যবিষয়ক একটি বিজ্ঞাপন ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে লিখেছেন, ‘আমার ধারণা, এখনো আমাদের দেশের প্রায় ৯৫ ভাগ মেয়ের জীবনের গল্প এটা... ৫ ভাগ ভাগ্যবান নারী শিশুকে হয়তো এই মানসিক দুর্ভোগের মধ্য দিয়ে যেতে হয় না। আমি স্বপ্ন দেখি, কোনো একদিন এই ৫ ভাগ ভাগ্যবান শিশুর মতো ভাগ্য হবে এই দেশের ১০০ ভাগ নারী শিশুর।’ ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক
২ / ৫
‘মহানগর-২’ ওয়েব সিরিজে বোনের চরিত্রে অভিনয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী তানজিকা আমিন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সাড়ে চার মাস বয়সের আমি’। বাবা মায়ের সঙ্গে তিনি।
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনয়শিল্প সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দৃষ্টিশক্তি পরিমাপ করা গেছে, কিন্তু দৃষ্টিভঙ্গি মাপা গেল না।’
ছবি: ফেসবুক
৪ / ৫
অভিনেতা কাজী উজ্জ্বল এবার সুযোগ পেয়েছেন শাকিব খানের সঙ্গে অভিনয়ের। স্মৃতি হিসেবে সেই ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘হিরো শাকিব খানের সঙ্গে।’ শাকিব অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’–এর শুটিং চলছে কক্সবাজার।
ছবি: ফেসবুক
৫ / ৫
তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান নিয়মিত ফেসবুকে ছবি পোস্ট করেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আবছা নীল লাগে তোমায় ভালো।’
ছবি: ফেসবুক