ইদানীং এমনটা সাধারণত দেখা যায় না। এক ফ্রেমে, এক আড্ডায় সময়ের চার জনপ্রিয় অভিনয়শিল্পী। আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, মেহ্জাবীন চৌধুরী ও তানজিন তিশা। হঠাৎ করেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে তাঁদের একসঙ্গে তোলা কয়েকটি ছবি ঘুরে বেড়াচ্ছে। এক ছবিতে অপূর্ব, নিশো ও মেহ্জাবীন; আরেক ছবিতে নিশো, মেহ্জাবীন ও তিশা। অন্য আরেকটায় মেহ্জাবীন ও তিশা। নিশো, অপূর্ব ও মেহ্জাবীনের ছবিটি গত বুধবার বিকেলে প্রথম পোস্ট করেন মেহ্জাবীন। এরপর বাকি ছবি দুটি দেন তিশা। প্রকাশের পর থেকেই ছবিগুলো ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা। লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায় যেন। ভক্তদের প্রশ্ন—কোথায়, কখন, কেন তোলা হয়েছে এসব ছবি? একসঙ্গে নতুন কোনো নাটক করছেন নাকি তাঁরা?
গতকাল শুক্রবার বিষয়টি পরিষ্কার করেন নিশো, গত বুধবার উত্তরায় একই হাউসে শুটিং করতে গিয়ে দেখা। কাজের ফাঁকে আড্ডায় ছবিগুলো তোলা। তিনি বলেন, ‘হাউসের ওপরের তলায় আমার আর তিশার একটি নাটকের শুটিং ছিল। নিচের তলায় ছিল অপূর্ব ও মেহ্জাবীনের। দেখা হলো, আড্ডা হলো। এ পর্যন্তই।’
কাজের সুবাদে মেহ্জাবীন ও তিশার সঙ্গে প্রায়ই দেখা হলেও অপূর্বর সঙ্গে নিশোর তেমন একটা দেখা হয় না। এই দুজনকে একসঙ্গে এক ফ্রেমে পাওয়া দুষ্কর! অনেক দিন পর দেখা, বসল আড্ডা। তাতে যোগ দিলেন দুজনের দুই সহশিল্পী মেহ্জাবীন ও তিশা। কী নিয়ে আলোচনা হলো? জানতে চাইলে নিশো বলেন, ‘অপূর্ব অসুস্থ। কিন্তু কাজের চাপ কমাতে পারছে না। এসব কথাবার্তা নিয়েই বেশি সময় গেছে। চারজনের ব্যক্তিগত নানা বিষয়ে আলাপ হয়েছে।’
নাটকের সংখ্যায় মেহ্জাবীন, তিশার চেয়ে এগিয়ে থাকলেও দর্শকপ্রিয়তায় নিশো ও অপূর্ব সমানে সমান। ভিউয়ের দিক থেকেও কোনো নাটকে নিশো এগিয়ে থাকেন তো কোনো নাটকে অপূর্ব। বছর দুয়েক ধরে পর্দায় তাঁদের দুজনের দারুণ প্রতিযোগিতা। বাস্তবে দুজনের বন্ধুত্ব থাকলেও কাজ নিয়ে ভেতর-ভেতরে দুজনের প্রতিযোগিতা স্পষ্ট! এ ব্যাপারে নিশো বলেন, ‘প্রতিযোগিতা তো থাকবেই। একই ক্ষেত্রে কাজ করলে ভাইয়ে ভাইয়েও প্রতিযোগিতা হয়। আর প্রতিযোগিতা না থাকলে ভালো কাজ হবে না, সামনে এগোনো যাবে না।’
ভক্তদের চাহিদা থাকলেও অপূর্বর সঙ্গে একই নাটকে কাজ করার খুব একটা আগ্রহ নেই নিশোর। তিনি বলেন, ‘হয়তো একজন পরিচালকের অনুরোধে দুজন একসঙ্গে কাজ করব, আরেকজন পরিচালক এসে আবার দুজনকে অনুরোধ করবেন। একটা সময় বিষয়টি হালকা হয়ে যাবে। এ জন্য একসঙ্গে কাজ করা কঠিন।’ তবে গল্প, উপযুক্ত বাজেট পেলে একসঙ্গে দু-একটি কাজ করা যেতেই পারে। কিন্তু নাটকে সেই বাজেট পাওয়া যাবে বলে মনে হয় না।
তারকাদের নিজেদের মধ্যে কাজের প্রতিযোগিতা যেমন আছে, তেমন তারকাদের নিয়ে ভক্তদের মধ্যেও আছে বিভক্তি। কিন্তু এই ছবিগুলোর নিচে তাঁদের ভক্তদের সহাবস্থানের চিত্র দেখা গেছে। মন্তব্যের ঘরে নিশো, অপূর্ব ও মেহ্জাবীনের উদ্দেশে একজন লিখেছেন, ‘এই বন্ধন অটুট থাকুক।’ আরেকজন লিখেছেন, ‘তিনজনকে একসঙ্গে কাজে চাই।’ আরেকজন মেহ্জাবীন ও তিশার ছবির নিচে লিখেছেন, ‘দুজনকে একসঙ্গে মানিয়েছে। দেখে ভালো লাগছে।’ অন্য একজন লিখেছেন, ‘দুই বোন।’
ইদানীং মেহ্জাবীনের ৯০ শতাংশ কাজই হয় নিশো ও অপূর্বর সঙ্গে। দুজনই তাঁর পছন্দের শিল্পী। ফেসবুকে ভক্তদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে মেহ্জাবীন বলেন, ‘কোনো পরিচালক যদি আমাদের তিনজনকে ভেবে গল্প বানিয়ে কাজ করেন, অবশ্যই কাজ করতে চাই। কাজটিও অনেক ভালো হবে। দর্শকের মধ্যে বাড়তি আলোচনাও তৈরি করবে।’
তানজিন তিশা জানালেন, প্রথম দিন শুটিংয়ের চাপ থাকলেও দ্বিতীয় দিন শুটিংয়ের ফাঁকে আড্ডা হয়েছে। নিশো থাকায় বেশি মজা হয়েছে। মেহ্জাবীনের সঙ্গে অনেক দিন পর দেখা হলো। তিশা বলেন, ‘মেহ্জাবীন আপার সঙ্গে আমার তেমন ছবি নেই। জন্মদিনসহ বিভিন্ন সময় দুজনের একসঙ্গে ছবি দিয়ে তাঁকে শুভেচ্ছা জানাতে পারি না। দেখা না হওয়ায় ছবি তোলাও হয় না। এবার সুযোগ হাতছাড়া করিনি। ছবি তুলেছি। ছবি আপ করে বিশেষ মুহূর্তকে ভক্তদের সঙ্গে ভাগাভাগিও করেছি।’
নিশো ও অপূর্বর সঙ্গে অনেক কাজ হলেও মেহ্জাবীনের সঙ্গে তিশার কাজ করা হয়নি। ছবি প্রকাশের পর ফেসবুকে ভক্তদের কেউ কেউ সেই দাবি করেছেন। তবে তার সঙ্গে একত্রে কাজের আগ্রহ তিশার নিজেরও আছে। তিনি বলেন, ‘কেউ যদি দুজনকে নিয়ে গল্প লেখেন, তাহলে অবশ্যই কাজ করব। যদি কেউ না-ও লেখেন, আমরা দুজন নিজেরাই গল্প সাজিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমার মেহ্জাবীন আপার সঙ্গে কাজের খুব শখ।’