সৃষ্টি না হলে জাতি মরে যায়!

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৬
গান করেন ফারহিন খান জয়িতা। মা দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হক ও বাবা অভিনয়শিল্পী খালেদ খান—দুজনেই এখন প্রয়াত। অভিনয়শিল্পী ইরেশ জাকের স্ত্রী মিম রশিদের এই স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘মিমের প্রথম ভরতনাট্যম পরিবেশনা। সে দুর্দান্ত করেছে। আমি বলে বোঝাতে পারব না, আজ তাঁকে নিয়ে কতটা গর্বিত।
২ / ৬
অভিনয়ের মানুষ নওশাবা আহমেদ প্রায়ই বিভিন্ন ইস্যুতে কথা বলেন। কয়েক দিন ধরে মঞ্চনাটক নিয়ে সৃষ্ট জটিলতায় এভাবেই নিজের ফেসবুকে লিখেছেন, ‘মঞ্চের আলোতে একজন শিল্পী তার প্রাণবায়ু পায়। পুরো দল সেটার অনুরণনে মেতে ওঠে সৃষ্টিসুখের উল্লাসে! সৃষ্টি না হলে জাতি মরে যায়! নাটক বন্ধ হবে না। জয়তু নাটক।’
৩ / ৬
বছর তিনেক আগেও বিভিন্ন পণ্যের প্রতিষ্ঠানে মডেলিং করেছেন মারিয়া শান্ত। এখন অভিনয়ে নিয়মিত। কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন কাজ ‘আলাদিনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’। নিজের একাধিক স্থিরচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, ‘যদি আমি শূন্য হয়ে যাই, পূর্ণ করে রেখো আমায়!’
৪ / ৬
‘দেয়ালের দেশ’ ছবিটি বানিয়ে আলোচনায় এসেছেন মিশুক মনি। নতুন ছবির প্রি–প্রোডাকশনের কাজও চলছে। এদিকে এই নির্মাতাকে বিভিন্ন ইস্যুতে কথা বলতে দেখা যায়। তিনি আজ শনিবার লিখেছেন, ‘কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে চলে যায়!’
৫ / ৬
মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান নিজের ঘোরাঘুরির একাধিক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘জীবনে টাকা অনেক জমাতে পারবেন, কিন্তু তখন এই মুহূর্তগুলো পাবেন না...।’
৬ / ৬
বেশির ভাগ চলচ্চিত্রে খল অভিনেতা হিসেবেই দেখা যায় এল আর খান সীমান্তকে। পরিচালক তপু খানের ‘লিডার; আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের এই স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘অভিব্যক্তিটা একেবারে খাঁটি ছিল। ১৯ দিন এক পাশ হয়ে ঘুমাতে পারি নাই তখন।’