বয়স নিয়ে শ্রীলেখার লুকোছাপা নেই
নায়িকাদের কেউ কেউ বয়স নিয়ে লুকোছাপা করেন। তবে টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার ধার ধারেন না। জন্মদিনের পরদিন এক ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন করেছেন, ‘শুনলাম, নায়িকাদের নাকি বয়স বাড়ে না। কেন, তাঁরা কি অন্য গ্রহের প্রাণী?’
আগপাছ না করে নিজের বয়সটাও জানিয়ে রাখলেন শ্রীলেখা, ‘আমি তো ৫০ পূর্ণ করে ৫১ বছরে পা–হাত, মাথা, শরীর মন দিলাম, যদিও মনের বয়স ১৫। এই বয়সকে উপভোগ করে যেতে হবে।’
এবারের জন্মদিনটা গৃহবন্দী অবস্থায় কেটেছে শ্রীলেখার। ডেঙ্গুর লক্ষণ নিয়ে চিকিৎসা চলছে তাঁরা। গতকাল জন্মদিনে ছোটবেলার তিনটি ছবি পোস্ট করে শ্রীলেখা লিখেছিলেন, ‘একসময় রোগা ছিলাম, শুভ জন্মদিন।’
‘ওয়ানস আপন আ টাইম ইন কলকাতা’, ‘আশ্চর্য প্রদীপ’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও নাম লিখিয়েছেন শ্রীলেখা। তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ নিয়ে ঢাকায়ও এসেছিলেন তিনি। এর আগে ‘বেটার হাফ’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি
শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বসত ছিল বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় ভারতে পাড়ি দিয়েছেন তাঁরা। শ্রীলেখার জন্ম ভারতে হলেও বাবার মুখে ঘটমাঝি গ্রামের গল্প শুনে বেড়ে উঠেছেন তিনি।