২৪ বছরের ক্যারিয়ার, এখনো অডিশন দেন স্বস্তিকা!

স্বস্তিকা মুখার্জিফেসবুক থেকে

টলিপাড়ার গুণী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি কখনো তারকাসুলভ নন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্বগুণেও সবাইকে মুগ্ধ করে রাখেন এই অভিনেত্রী। স্বস্তিকা মুখোপাধ্যায় অনেক আগেই নিজেকে প্রমাণ করেছেন, তাঁর অভিনয় নিয়ে আলোচনা এ দেশেও। বছরের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বাংলাদেশও ঘুরে গিয়েছিলেন স্বস্তিকা। ক্যারিয়ার তাঁর দুই যুগের বেশি, তবু এখনো অডিশন দিতে কোনো রাখঢাক নেই অভিনেত্রীর, উল্টো সেই খবর ফলাও করে প্রচার করেন সবখানে। এবারও গর্ব করে নিজেই জানালেন অডিশন দেওয়ার কথা।

অডিশনে যেতে নিজেকে তৈরি করেছেন একটু আলাদা ধাঁচে, গুজরাটের নীল ভুজোড়ি কালাকটন শাড়ির সঙ্গে লম্বা হাতা আর ধূসর রঙের ব্লাউজ পরেছেন, কোঁকড়া চুল, মুখে হালকা প্রসাধনী, নাকছাবির সঙ্গে কপালে লাল টিপ।

স্বস্তিকা মুখার্জি
ইনস্টাগ্রাম থেকে

এমন সাজে অডিশন দিতে যাচ্ছেন অভিনেত্রী। আর শাড়িটা যে মাত্র এক মিনিটেই পরেছেন, সেটিও জানালেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘২৪ বছর কাজ করার পর এখনো অডিশনে যাই। আমার কৌতূহলী ও আগ্রহী মনকে ধন্যবাদ। খুব অল্প বয়সেই নিজের প্রসাধনী করা শিখেছি। মাকে ধন্যবাদ মাত্র এক মিনিটে শাড়ি পরা শেখানোর জন্য।’

আরও পড়ুন

এবার আসা যাক কোথায় যাচ্ছেন স্বস্তিকা, সে প্রসঙ্গে। টালিউডের পাশাপাশি মুম্বাইয়েও একের পর এক কাজ করে যাচ্ছেন স্বস্তিকা।

ভারতীয় বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি
শিল্পীর ফেসবুক পেজ থেকে

এই অডিশনও মুম্বাইয়ের একটি কাজের জন্য। অভিনেত্রী বলেন, এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাঁদের ফাঁপা অহংকার ছেড়ে আসতে হয় ভালো কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পর উজ্জ্বল তারার মতো চমকায়।

আরও পড়ুন

শুধু তা–ই নয়, অভিনয় নিয়ে নিজের উপলব্ধির কথাও জানান স্বস্তিকা। স্মৃতিচারণা করে লিখেছেন, মাত্র ২০-২১ বছর বয়সে কাজ শুরু করেছেন তিনি। আর এখন ৪৪ বছর বয়সেও অন্য শহরে কাজের চেষ্টা। স্বস্তিকা আরও লিখেছেন, ‘এই শহরও আমার ঘরের মতো হয়ে গেছে। আমার অভিধানের প্রিয় শব্দ—অধ্যবসায়।’

আরও পড়ুন
স্বস্তিকা মুখার্জি। ছবি: সংগৃহীত

স্বস্তিকাকে শেষ দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘টেক্কা’-তে। এ সিনেমায় দেব, রুক্মিণী মৈত্র, পরান বন্দ্যোপাধ্যায়, টোটা রায়চৈাধুরীর পাশাপাশি নজর কেড়েছেন স্বস্তিকাও।