আবুল হায়াত ও মনোজ মিত্র কলকাতায় সংবর্ধিত
বাংলাদেশের অভিনেতা আবুল হায়াত, কলকাতার নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র, পরিচালক প্রভাত রায় ও চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্ত আজ সংবর্ধিত হলেন কলকাতায়।
কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সে আজ এক অনুষ্ঠানে আবুল হায়াতের হাতে তুলে দেওয়া হয় রাজ রাজ্জাক লাইফটাইম অ্যাওয়ার্ড, মনোজ মিত্রের হাতে তুলে দেওয়া হয় হীরালাল সেন লাইফটাইম অ্যাওয়ার্ড এবং প্রভাত রায়ের হাতে তুলে দেওয়া হয় দেবকী বোস লাইফটাইম অ্যাওয়ার্ড। এ ছাড়া এদিন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক পূর্ণিমা দত্তের হাতেও তুলে দেওয়া হয় বিএন সরকার লাইফটাইম অ্যাওয়ার্ড।
সন্ধ্যায় কলকাতার স্প্রিং ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয় গুণী শিল্পীদের হাতে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। তিনি তাঁর স্বাগত ভাষণে বলেন, ‘আমাদের ভ্রাতৃপ্রতিম দুই দেশের মধ্যে চলচ্চিত্র বিনিময়ের মাধ্যমে চলচ্চিত্রশিল্প আরও উন্নত হবে। দুই দেশের চলচ্চিত্র বিনিময় আরও বাড়বে। আমাদের দুই দেশ সাংস্কৃতিক ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। আমাদের স্বপ্ন সোনার বাংলা গড়া আরও ত্বরান্বিত হবে আমাদের দুই দেশের চলচ্চিত্রও ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে।’
অনুষ্ঠানে আবুল হায়াত বলেন, ‘জন্ম আমার এপারে, থাকি আমি ওপারে। তাই তো হৃদয়ে আজও কলকাতা জেগে আছে। তাই তো বলি এই সিনেমার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক, সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে। আমার এই চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল এই কলকাতার প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের হাত ধরে। তাই তিনি আজও আমার কাছে অমর, অবিস্মরণীয়।’
মনোজ মিত্র তাঁকে এই সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন আবুল হায়াত ও প্রভাত রায়ও। তাঁরা বলেন, ভবিষ্যতে আমাদের দুই দেশের চলচ্চিত্রশিল্প আরও উন্নত হবে। দুই দেশে তৈরি হবে আরও উন্নত মানের বাংলা ছবি। অনুষ্ঠানে কলকাতার বিশিষ্টজনসহ চলচ্চিত্র অঙ্গনের বহু তারকা উপস্থিত ছিলেন।