স্ট্রোক করে ভেন্টিলেশনে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা
অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। দুই-দুইবার কঠিন এ রোগের সঙ্গে লড়াই করে শুটিংয়ে ফিরেছেন। তবে ক্যানসার নয়, হঠাৎই ব্রেন স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ঐন্দ্রিলা। হাওড়ার একটি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি।
পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, গত মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। এরপরই ব্রেন স্ট্রোক হয় নায়িকার। পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, স্ট্রোকের ফলে ঐন্দ্রিলার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে।
তবে হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবারের তুলনায় আজ ঐন্দ্রিলার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে ৪৮ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলতে নারাজ তারা। অভিনেত্রীর শরীরের একটা দিক অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন। ঐন্দ্রিলার বয়স কম বলে তাঁর সুস্থ হওয়ার আশা দেখছেন চিকিৎসকেরা।
ঐন্দ্রিলার সহকর্মীরা জানিয়েছেন, একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য গোয়া যাওয়ার কথা ছিল তাঁর। সে জন্য কলকাতার অন্যান্য শুটিং থেকে বিরতিও নিয়েছিলেন। কিন্তু তার আগেই অসুস্থ হয়ে পড়লেন।
দুইবার ক্যানসারের চিকিৎসার পর সুস্থ হয়ে কাজে ফিরেছিলেন ঐন্দ্রিলা শর্মা। সুস্থ হওয়ার পরেই ছোট পর্দার জনপ্রিয় শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর মঞ্চে হাজির হয়েছিলেন। তাঁর ক্যানসার-জয়ের গল্প অনুপ্রাণিত করেছিল ভক্তদের। এরপর জি-বাংলা অরিজিনালের ছবি ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা গিয়েছিল তাঁকে। ‘ভাগাড়’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঐন্দ্রিলা।