রসগোল্লা দিবসে হয়ে যাক...

রসগোল্লা বাঙালির প্রিয়। শেষপাতে রসগোল্লা না হলে তো অনেকের চলেই না। ‘রসগোল্লা’ সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পায় ২০১৮ সালে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সিনেমাটি সম্পর্কে কিছু তথ্য।

১ / ৭
রসগোল্লা নামের জনপ্রিয় ও ঘরে ঘরে পরিচিত মিষ্টান্ন কী করে সৃষ্টি হলো, তা নিয়েই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আইএমডিবি
২ / ৭
এই উৎকৃষ্ট ও সুস্বাদু মিষ্টির উৎপত্তির পেছনে রয়েছে বয়সে তরুণ এক কারিগরের জীবনসংগ্রাম। সেই কারিগর নিতান্ত কিশোর বয়সেই সংকল্প নিয়েছি যে সে একজন ময়রা হবে। পিতৃহারা কিশোরটির মা পুত্রের এই সংকল্প শুনে তাকে উৎসাহিত করে। কিন্তু ভাগ্যবিড়ম্বনায় শ্বশুরবাড়ি থেকে পুত্রসহ বিতাড়িত হতে হয় সেই মাকে। আইএমডিবি
৩ / ৭
পুত্র এক প্রতিষ্ঠিত মিষ্টান্ন ব্যবসায়ীর দোকানে কাজ খুঁজে নেয়। কিন্তু নতুন মিষ্টি উদ্ভাবনের তাড়না তার মনে সব সময় কাজ করে চলে। তবে সেই কাজে ওই তরুণ কারিগর সফল হতে পারে না কিছুতেই। ইতিমধ্যে ওই তরুণ কারিগরের বয়স কুড়িতে পৌঁছেছে এবং তার জীবনে এসে পড়েছে একটি কিশোরীর প্রতি মুগ্ধতা। আইএমডবি
৪ / ৭
পরে নানা সংগ্রামের পর অনেকটা ভাগ্যবলেই তার সামনে খুলে যায় নতুন মিষ্টান্ন আবিষ্কারের সম্ভাব্য পথ। সে বাড়ি ফিরে আসে এবং নতুন মিষ্টি উদ্ভাবনে সফল হয়। আইএমডিবি
৫ / ৭
এমন গল্প নিয়ে পাভেল বানিয়েছিলেন ‘রসগোল্লা’ সিনেমাটি। এটি প্রযোজনা করেছিলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিতে অভিনয় করেন উজান গাঙ্গুলি, আবন্তিকা বিশ্বাস, আশুতোষ রানা, খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য, চিরঞ্জিত চক্রবর্তী ও রজতাভ দত্ত। আইএমডিবি
৬ / ৭
‘রসগোল্লা’ ছবিতে পুরোনো দিনের কলকাতাকে দেখানো হয়েছে অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে। মুক্তির পর প্রশংসিত হয় সিনেমা, পায় দর্শকের ভালোবাসা। আইএমডিবি
আরও পড়ুন
৭ / ৭
সিনেমার সঙ্গে ‘রসগোল্লা’র গানগুলোও জনপ্রিয় হয়েছিল। আইএমডিবি