‘ভূতের ভবিষ্যৎ’-এর ‘আত্মারাম’ হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?
পশ্চিমবঙ্গের থিয়েটার অভিনেতা উদয় শংকর পাল। তিনি অনিক দত্তর ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির বিহারি রিকশাওয়ালা ‘আত্মারাম’ চরিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচনায় আসেন। তবে এবার তিনি আলোচনায় অসুস্থতার কারণে। ক্যানসারে আক্রান্ত উদয় শংকর পালের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা। বর্তমানে তিনি কলকাতার একটি হাসপাতালে ভর্তি। খবর সংবাদ প্রতিদিনের।
উদয় শংকর পালের শারীরিক অবস্থার কথা জানতে পেরে, তাঁর চিকিৎসার জন্য উদ্যোগ নিয়েছেন সন্দীপ রায়, লগ্নজিতা, অনিক দত্ত, নির্মল ধররা।
এক ফেসবুক পোস্টে তাঁরা লিখেছেন, ‘আমরা জানি, অভিনেতা উদয় শংকর পাল ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। আর্থিক অভাব ও একাকিত্ব এই মুহূর্তে উদয়দার সঙ্গী। এই মুহূর্তে তাঁর প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসার। তাই আমরা আমাদের প্রিয় অভিনেতা উদয় শংকর পালের চিকিৎসার জন্য একটি তহবিল সংগ্রহের চেষ্টা করছি।’
অভিনেতার অসুস্থতার খবর ফেসবুকের মাধ্যমে জানান পরিচালক অভিজিৎ পাল। উদয় শংকর পালের ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘আমার প্রিয় উদয়দা। আমাদের সবার প্রিয় “আত্মারাম”। একজন মারাত্মক চরিত্র অভিনেতা। এত আড্ডা, এত স্ক্রিপ্ট নিয়ে কাটাছেঁড়া। এত ভাবনা, এত পথচলা। ক্যানসার তোমাকে থমকে দিয়েছে। লাস্ট স্টেজ। এই তো কদিন আগে আমার পরবর্তী সিনেমা নিয়ে এত কথা হলো। সেভাবে তোমাকে নিয়ে কেউ লিড হিসেবে কোনো দিন কাজ করেননি। আমি চেষ্টা করছিলাম, একটা পুরো সিনেমাজুড়ে তোমাকে আঁকতে।
তিন বছর ধরে তোমাকে নিয়ে এই চিত্রনাট্য নিয়ে কাজ করছি। মন ভীষণ ভারী। তুমি জানি না আর কত দিন আছ! আমাদের নতুন ছবির কাজ (যা তিন বছর ধরে সাজিয়েছি) এই মাসের শেষ থেকেই শুরু হওয়ার কথা ছিল। গরমের জন্য কটাদিন পিছোতে বললে… তোমার ফোন কি আর আসবে উদয়দা?’
শুধু ‘ভূতের ভবিষ্যৎ’ নয়, ‘রয়্যাল বেঙ্গল রহস্য’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’র মতো ছবিতে অভিনয় করেছেন উদয় শংকর পাল। অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিচালক অনীক দত্তও। সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর নতুন ছবিতেও উদয় রয়েছেন। ডাবিং এখনো হয়নি। পাশাপাশি ব্যক্তিগতভাবে সাহায্য করার আশ্বাসও দেন।