সত্যিকার ভালোবাসা দেখানো হয়েছে: অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অভিনেত্রী

হিয়া রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘তালমার রোমিও অ্যান্ড জুলিয়েট’। এই সিরিজে ‘জাহানারা’ অর্থাৎ ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে আলোচনায় তরুণ অভিনেত্রী হিয়া রায়। সিরিজটিতে তাঁকে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে দেখে গেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে গণমাধ্যম ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

হিয়া জানান, সিরিজটিতে যে চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্য থাকবে, সেটা আগেই জানতেন। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছেন তাঁরা।

‘তালমার রোমিও জুলিয়েট’–এর দৃশ্য। হইচইয়ের ইনস্টাগ্রাম থেকে

হিয়া বলেন,‘দৃশ্যটি কেমন হবে আগে থেকেই জানতাম। ওয়ার্কশপে বলা হয়েছিল শুটিং কেমনভাবে হবে। চুম্বন দৃশ্য সত্যিকারের ছিল। তবে অনেক শট টেকনিক্যালি নেওয়া। আর আমি মনে করি চরিত্রের প্রয়োজনীয়তা থাকলে সেটা করা যেতে পারে। তবে অবশ্যই তার একটা পরিসীমা রয়েছে। আমার পরিচালকেরা কখনো আমাকে সেই সীমা অতিক্রম করতে বলেননি, ফলে সমস্যাও হয়নি। তা ছাড়া দেবদত্তর (সিরিজের সহ–অভিনেতা) সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। এক জায়গায় বাড়ি। দুজনের খুব ভালো বন্ডিং আমাদের। তাই শুটিং করতে সমস্যা হয়নি কখনো।’

এই সাক্ষাৎকারে সিরিজটি দেখার পর তাঁর পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন হিয়া। এই তরুণ অভিনেত্রীর ভাষ্যে, ‘একজন শিল্পীর মা-বাবা হতে গেলে তাঁদের একটু বোঝা উচিত। আমার বাবা-মা সেটা বুঝেছেন। আমাকে সাপোর্টও করেছেন। এটার মধ্যে খারাপ কিছু তো ছিল না। আমি পুরোটাই চরিত্রের জন্য করেছি। সেখানে তাঁদের কোনো আপত্তি নেই।’

হিয়া রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

হিয়া মনে করেন, কে কী ভাবল, এটা সব সময় মাথায় রাখলে কাজ করা কঠিন হয়ে যাবে। তিনি বলেন, ‘লোকের কথা ভাবলে এই দুনিয়ায় কাজ করাটা মুশকিল হয়ে যাবে। আমি ছোটবেলা থেকে কখনোই লোকে কী ভাবছে অত ভাবি না। আমি মনে করি, কাছের কিছু লোকজনকে নিয়ে ভাবা উচিত। কারণ, তাঁরা আমাকে বোঝে, সাপোর্ট করে। বাকি বিষয় নিয়ে অত ভাবি না। দর্শকদের মনে হয় না খারাপ লেগেছে। প্রচুর প্রশংসা পেয়েছি। সিরিজে একেবারে পিউর লাভ দেখানো হয়েছে। প্রেমটা নিখাদ বলা যেতে পারে।’

পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামের মেয়ে হিয়া। স্কুলের পড়াশোনা সেখানেই। দশম শ্রেণিতে পড়ার সময়ই সাধারণ ক্যামেরায় ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতেন।

হিয়া রায়। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সেখান থেকে বেশ কিছু চিত্রগ্রাহকের তাঁর ছবি পছন্দ হয়। উচ্চমাধ্যমিকের পর মডেলিং শুরু করেন। কলেজ শেষ হলো ২০২২ সালে। তার পর থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন।

আরও পড়ুন

এর আগে ‘জাতিস্মর’ সিরিজে একটা পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। অডিশনের ডাক আসে। ‘তালমার রোমিও অ্যান্ড জুলিয়েট’ সিরিজের সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ও নির্মাতা অর্পণ গড়াই তাঁকে জাহানারার চরিত্রে বেছে নেন।