সত্যজিৎ রায়ের আদি বাড়ির সামনে ‘গুপী গাইন, বাঘা বাইন’

দক্ষিণ কলকাতার সুকিয়া স্ট্রিটের সত্যজিৎ রায়ের পুরোনো বাড়ির সামনে এই দুই অভিনেতার ভাস্কর্য স্থাপন করা হয়ভাস্কর মুখার্জি

সত্যজিৎ রায়ের পুরোনো বাড়ির সামনে স্থাপন করা হয়েছে কলকাতার দুই অভিনেতা রবি ঘোষ আর তপেন চট্টোপাধ্যায়ের ভাস্কর্য। সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন আর বাঘা বাইন’ এর প্রধান চরিত্রে অভিনয় করে দুই বাংলায় সুনাম অর্জন করেছিলেন তাঁরা। দুজনের কেউ আজ বেঁচে নেই। এই দুই শিল্পীর স্মরণে ভক্তরা নির্মাণ করেন এই ভাস্কর্য।
‘গুপী গাইন বাঘা বাইন’ গল্পের দুই প্রধান চরিত্র গুপী আর বাঘা। বাঘা চরিত্রে রবি ঘোষ এবং গুপী চরিত্রে তপেন চট্টোপাধ্যায়ের অভিনয় এখনো দর্শকের মনে গেঁথে আছে। ১৯৬৯ সালের ৮ মে মুক্তি পাওয়া ছবিটি প্রখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত একই নামের একটি রূপকথা অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

অভিনেতা রবি ঘোষ আর তপেন চট্টোপাধ্যায়ের ভাস্কর্য
ভাস্কর মুখার্জি

তপেন চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৭ সালের ৩ সেপ্টেম্বর। আর মৃত্যু ২০১০ সালের ২৪ মে। তিনি সত্যজিৎ রায়ের অনেক চলচ্চিত্রে অভিনয় করলেও বাঘা চরিত্রটি তাঁকে আলাদা করে চিনিয়েছে। তপেন চ্যাটার্জি ২০১০ সালের ২৪ মে ৭২ বছর বয়সে মারা যান। তিনি ফুসফুসের রোগে ভুগছিলেন।

ভাস্কর্য দেখতে দর্শকের ভিড়
ভাস্কর মুখার্জি

অভিনেতা রবি ঘোষের জন্ম ১৯৩১ সালের ২৪ নভেম্বর আর মৃত্যু ১৯৯২ সালের ৪ ফেব্রুয়ারি। চলচ্চিত্র ছাড়াও তিনি বাংলা নাট্যমঞ্চ এবং টেলিভিশন বিভিন্ন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু বাঘা চরিত্র তাঁকে এনে দিয়েছিল বাংলার কমেডিয়ানের পরিচিতি। তাঁর জন্মদিন উপলক্ষে দক্ষিণ কলকাতার সুকিয়া স্ট্রিটের সত্যজিৎ রায়ের পুরোনো বাড়ির সামনে এই দুই অভিনেতার ভাস্কর্য স্থাপন করা হয়।