বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই: শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্র
ফেসবুক

একে তো গরম, অন্যদিকে লোডশেডিং। গরম ও লোডশেডিংয়ে অতিষ্ঠ ভারতের মানুষ। গরম থেকে বাঁচতে শীতাতপ যন্ত্রের ওপর নির্ভর করতে হচ্ছে অনেককেই। শীতাতপ যন্ত্র চালালে বিদ্যুৎ খরচ একটু বেশিই হওয়ার কথা। কিন্তু সেটা যদি প্রত্যাশিত খরচের দ্বিগুণ হয়, তা হলেই বাধে ঝামেলা।

দ্বিগুণ বিল এই আসার ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে। চলতি মাসের শুরুতে তিনি বিদ্যুৎ বিলের কপি হাতে পান। বিল দেখে তিনি তো অবাক।  ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, ‘এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯ হাজার ৭৪০ রুপি।’ বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ১২ হাজার টাকার বেশি।

জানা যায়, শ্রীলেখার বাড়িতে চারটি কক্ষ রয়েছে। প্রতিটি রুমই রয়েছে শীতাতপনিয়ন্ত্রিত। বাড়িতে তাঁর পোষ্যরাও রয়েছে।

আরও পড়ুন

তাই সব সময়ই এসি চালিয়ে রুম ঠান্ডা রাখেন শ্রীলেখা। এর জন্য এর আগে ৫ থেকে ৬ হাজার রুপি বিদ্যুৎ বিল দিয়েছেন শ্রীলেখা। তাই এই মাসের বিলটা তাঁর কাছে মনে হয়েছে অস্বাভাবিক।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেন, ‘বাড়িতে সারাক্ষণ এসি চলে, এর আগে ৫ থেকে ৬ হাজার রুপি বিল দিয়েছি।

সম্প্রতি নতুন একটি সিনেমা ‘পারিয়া’র শুটিং শেষ করেছেন শ্রীলেখা
ইনস্টাগ্রাম

এখন এত টাকা বিল আসা অস্বাভাবিক। এত টাকা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই।’ আর এ জন্য তিনি বিদ্যুৎ বিভাগে অভিযোগ জানাবেন বলেও জানান।

সম্প্রতি নতুন একটি সিনেমা ‘পারিয়া’র শুটিং শেষ করেছেন শ্রীলেখা। অভিনয়ের পাশাপাশি শিগগিরই পরিচালনাতেও নাম লেখাতে চলেছেন তিনি।