‘ভালোবাসার উদ্‌যাপন দেখানো হয়েছে, অশ্লীলতা ছিল না’

উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে সারা দুনিয়ায় এন্তার সিনেমা-সিরিজ হয়েছে। এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে নতুন সিরিজ ‘তালমার রোমিও জুলিয়েট’। এই সিরিজে ‘জাহানারা’ অর্থাৎ ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করে আলোচনায় তরুণ অভিনেত্রী হিয়া রায়। আনন্দবাজার অনলাইন অবলম্বনে ছবিতে ছবিতে তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক—

১ / ৮
পশ্চিমবঙ্গে মধ্যমগ্রামের মেয়ে হিয়া। স্কুলের পড়াশোনা সেখানেই। দশম শ্রেণিতে পড়ার সময়ই সাধারণ ক্যামেরায় ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করতেন। সেখান থেকে বেশ কিছু চিত্রগ্রাহকের তাঁর ছবি পছন্দ হয়। উচ্চমাধ্যমিকের পর মডেলিং শুরু করেন। কলেজ শেষ হলো ২০২২ সালে। তার পর থেকে অভিনয়ের জন্য অডিশন দিতে শুরু করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
স্কুলে পড়ার সময় থেকে অভিনয়শিল্পী হওয়ার ইচ্ছা। পরিবারের কেউ এই জগতের সঙ্গে যুক্ত নন, তাই কীভাবে অভিনয়ে নাম লেখাবেন, বুঝতে পারছিলেন না হিয়া। মডেলিংয়ের প্রস্তাবটা পেতেই আর সাতপাঁচ ভাবেননি, শুরু করে দিয়েছিলেন। সেখান থেকে প্রস্তাব আসতে শুরু করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
পরিবারের আপত্তি ছিল। বাবা চাইতেন সরকারি চাকরি করি। চাকরির প্রস্তুতির জন্য বিশেষ ক্লাসেও গিয়েছিলেন। এক মাস করেই ছেড়ে দেন। মন বসাতে পারেননি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৮
এর আগে ‘জাতিস্মর’ সিরিজে একটা পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। অডিশনের ডাক আসে। সিরিজের সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য ও নির্মাতা অর্পণ গড়াই তাঁকে জাহানারার চরিত্রে বেছে নেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
থিয়েটার করেননি, অভিনয়ের কোনো প্রথাগত শিক্ষাও নেই। তাই সিরিজটা শুরু হওয়ার আগে প্রায় চার থেকে পাঁচ মাস কর্মশালায় যোগ দিয়েছিলেন হিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
‘তালমার রোমিও জুলিয়েট’ সিরিজে অনেক অন্তরঙ্গ দৃশ্য আছে। তবে সেসব সাহস নিয়ে উতরে গেছেন হিয়া। তাঁর ভাষ্যে, ‘সিরিজে ভালোবাসার উদ্‌যাপনটাই দেখানো হয়েছে। এর মধ্যে অশ্লীলতা ছিল না। তাই চরিত্রের প্রয়োজনে আমরা তেমন দৃশ্যে অভিনয় করেছি। তবে সবকিছুরই একটা সীমা থাকে। আমার পরিচালক কখনো সেই সীমা অতিক্রম করতে বলেননি বলেই এত সহজে করতে পেরেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
পর্দায় হিয়ার সাহসী উপস্থিতি নিয়ে বেশ চর্চা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজেকে সাহসী বলেই মনে করি। জাহানারা চরিত্রটা যেমন, আমি সেভাবেই নিজেকে পর্দায় তুলে ধরেছি।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৮ / ৮
এই সিরিজের পর হিয়াকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। অভিনেত্রী চান আরও বড় পরিসরে কাজ করতে। তবে সে জন্য নিজেকে আরও তৈরি করতে চান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে