হুগলির গ্যাংস্টার

‘ডিকশনারি’–তে মোশাররফ করিম
ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের পরিচালক ব্রাত্য বসুর ‘ডিকশনারি’ ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছিলেন বাংলাদেশি অভিনেতা মোশাররফ করিম। একই পরিচালকের আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। ছবির নাম ‘হুব্বা’। এরই মধ্যে কলকাতার কয়েকটি লোকেশনে ছবির আট দিনের প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। তবে মোশাররফের অংশের শুটিং আগামী মাসে।


‘হুব্বা’ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলের জীবন অবলম্বনে। নব্বইয়ের দশকের শেষ দিকে হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খুন, অপহরণ, মাদক চোরাচালানের ৩০টি মামলা ছিল তাঁর বিরুদ্ধে। ২০১১ সালে বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচাগলা লাশ ভেসে ওঠে।

মোশাররফ করিম ও ব্রাত্য বসু
ছবি : সংগৃহীত

ছবিতে হুব্বা চরিত্রেই অভিনয় করছেন মোশাররফ। এখন স্ত্রী রোবেনা রেজাকে নিয়ে ভারতের চেন্নাইয়ে আছেন অভিনেতা। চরিত্রটি নিয়ে সেখান থেকে হোয়াটসঅ্যাপে মোশাররফ প্রথম আলোকে বলেন, ‘চরিত্রটি দারুণ, সত্য ঘটনা থেকে নেওয়া। হুগলির গ্যাংস্টার হুব্বার চরিত্র ছিল বর্ণাঢ্য। আমি সেই চরিত্র করছি। আগে ‘ডিকশনারি’ করতে গিয়ে ব্রাত্যদার সঙ্গে ভালো অভিজ্ঞতা হয়েছে। তিনি মনোযোগ দিয়ে ঠান্ডা মাথায় কাজ করেন। এই ছবি ভালো হবে, আশা করি।’

মোশাররফ করিম
ছবি : সংগৃহীত

এরই মধ্যে চরিত্রটি নিয়ে প্রস্তুতি সেরেছেন মোশাররফ, ‘বেশ আগেই চিত্রনাট্য হাতে পেয়েছিলাম। ভালোভাবে পড়েছি। তা ছাড়া হুব্বা সম্পর্কে আরও ভালোভাবে ধারণা নিতে হুগলিতেও গিয়েছিলাম। চরিত্রটির প্রতি দর্শকের আলাদা আগ্রহ আছে। এ জন্য চরিত্রটি ভালো করে রপ্ত করতে কাজ করছি।’

আরও পড়ুন

মোশাররফ জানিয়েছেন, ছবির কিস্তির আট দিনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। আগামী ১১ অক্টোবর কলকাতায় তাঁর অংশের শুটিং শুরু হবে। এ জন্য পুরো এক মাসের শিডিউল দেওয়া আছে।

ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত
ভাস্কর মুখার্জি

এদিকে হুব্বারূপী মোশাররফ করিমের লুক প্রকাশিত হয়েছে। ছবিটি নিয়ে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে পরিচালক ব্রাত্য বসু বলেন, ‘মোশাররফের লুক সেট করার সময় খেয়াল রেখেছিলাম, একই সঙ্গে ছিঁচকে ভাব ও আন্ডারওয়ার্ল্ডের প্রতিপত্তিশালী ডনের ছাপ দুটোই যেন ফুটে ওঠে। এটি বাঙালি ডনের লুক, সে ব্যাপারটাও মাথায় ছিল।’

পরিচালক জানিয়েছেন, হুব্বা ও পুলিশের দ্বৈরথ নিয়ে ছবির গল্প এগোবে। সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। ছবিতে আরও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, পৌলমী বসু।

আরও পড়ুন