কলকাতায় অপুর ‘লাল শাড়ি’ দেখতে দর্শকের ভিড়

কলকাতায় অপু বিশ্বাস। ভাস্কর মুখার্জি

বাংলাদেশ চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন চত্বর এখন জমজমাট। দুটি প্রেক্ষাগৃহ, নন্দন-১ এবং নন্দন-২–তে দেখানো হচ্ছে বাংলাদেশের ২২টি চলচ্চিত্র। বিনা মূল্যে এই চলচ্চিত্র দেখা নিয়ে ভিড় জমেছে এই নন্দন চত্বরে। নিজের সিনেমার প্রদর্শনী উপলক্ষে অভিনেত্রী অপু বিশ্বাস এসেছেন কলকাতায়।

আরও পড়ুন

আজ নন্দনের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘গেরিলা’, ‘লাল শাড়ি’, ‘অবিনশ্বর’, ‘গণ্ডি’, ‘রেডিও’, ‘ওমর ফারুকের মা’, ‘দেশান্তর’, ‘ধড়’ ও  ‘শ্রাবণ জ্যোৎস্নায়’।

‘লাল শাড়ি’ ছবির প্রদর্শনী উপলক্ষেই কলকাতায় এসেছেন ছবিটির অভিনেত্রী অপু বিশ্বাস। আজ বেলা সাড়ে তিনটায় নন্দন-১-এ প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

নন্দনে ‘লাল শাড়ি’ দেখতে দর্শকের ভিড়। ভাস্কর মুখার্জি

অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ দেখার জন্য তাঁর ভক্তরা দুপুর থেকে নন্দন-১ প্রেক্ষাগৃহে ঢোকার জন্য অপেক্ষা করেছেন। যথাযথ সময়ে প্রবেশদ্বার খোলার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায় প্রেক্ষাগৃহ। হলে ঢোকার আগে অপু বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমার খুব ভালো লাগছে, আজ আমার অভিনীত ছবি “লালশাড়ি” দেখতে এসে। কলকাতার সিনেমাপ্রেমী ভক্তরা ছবিটি দেখে খুশি হলেই আমি খুশি। আমার শ্রম সার্থক হবে।’

অন্যদিকে ‘ওমর ফারুকের মা’র পরিচালক জাহিদুর রহমানও ছুটে এসেছেন তাঁর ছবি দেখার জন্য।

কলকাতায় অপু বিশ্বাস ও সাইমন সাদিক। ভাস্কর মুখার্জি

তিনি প্রথম আলোকে জানান, কলকাতার প্রখ্যাত প্রেক্ষাগৃহে তাঁর ছবি প্রদর্শনের সুযোগ পেয়ে তিনিও আনন্দিত। ছবিটিতে অভিনয় করেছেন, দিলারা জমান, খায়রুল আলম সবুজ, বন্যা মির্জা প্রমুখ।

২৭ জুলাই সন্ধ্যায় কলকাতার নন্দনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের। উদ্বোধন করেছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। উদ্বোধনের পর গতকাল শুরু হয় তিন দিনব্যাপী এই উৎসব।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে উৎসবের আয়োজন করেছে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন।