দুই প্রাক্তন সৃজিত ও পরমব্রতের সঙ্গে কেমন সম্পর্ক স্বস্তিকার, জানালেন নিজেই

সৃজিত মুখোপাধ্যায় ও স্বস্তিকা ও পরমব্রত
কোলাজ

গত মাসে প্রাক্তন পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে ঘিরে নতুন করে ট্রলের শিকার হন স্বস্তিকা মুখোপাধ্যায়। কেন এই ট্রল, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাননি এই অভিনেত্রী। এর কারণ, ১৫ বছর আগের একটি সম্পর্ক তিনি নিজেই প্রায় ভুলে গেছেন। সেই সম্পর্ক ঘিরে ট্রল আমলে না নিলেও প্রাক্তনদের নিয়ে প্রায়ই নানা প্রশ্নের মুখে তাঁকে পড়তে হয়। এবার দুই প্রাক্তন সৃজিত মুখোপাধ্যায় ও পরমব্রতের সঙ্গে সম্পর্ক কেমন, সেই বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনে মুখ খুললেন এই অভিনেত্রী।

সৃজিত মুখোপাধ্যায় ও স্বস্তিকা। ছবি: ফেসবুক

সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, ‘এই তো গত নববর্ষের পার্টির পর আমি সৃজিত (মুখোপাধ্যায়) আর পরমের (পরমব্রত চট্টোপাধ্যায়) সঙ্গে একটা ছবি দিয়ে লিখেছিলাম, “প্রাক্তন বলে কিছুই হয় না” (হাসি)। কারণ, আমরা তো বলি পাঁচ-ছয় বছর বিয়ে হলে স্বামী-স্ত্রীও ভাই-বোন হয়ে যায়। আর ১৫ বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে? একই জায়গায় কাজ করি সবাই। তাদের ভালো-মন্দের মধ্যে মিশে আছি আমিও। অনেক বছর হয়ে গেলে কোনো ব্যক্তির মন্দগুলো আর মনে থাকে না।’

স্বস্তিকা ও পরমব্রত। ছবি: ফেসবুক

নিয়মিত তাঁদের সঙ্গে দেখা হওয়া বা কথা না হলেও পরম বা সৃজিত দুজনের কথাই নাকি ভাবেন এই অভিনেত্রী। তাঁদের সঙ্গে জড়িয়ে থাকা ভালো স্মৃতিগুলো আকরে ধরে রাখতে চান। তেমনি খারাপ ও তিক্ত অভিজ্ঞতা ভুলে যেতে চান। স্বস্তিকা বলেন, ‘পরমের কথা ভাবলে ওর সঙ্গে কাটানো ভালো সময়টাই মনে পড়ে। সেই জন্য হয়তো সেদিন বাড়ি ফেরার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পারলাম যে ভালো থাকিস। ও-ও বলল, বাড়িতে ডাকবে। পিয়াকে (চক্রবর্তী) আমি অনেক বছর ধরে চিনি। আমার খুব ভালো লাগে ওকে। পরমকে বললাম, “ডাকিস, তোর জন্য না হলেও পিয়ার জন্য যাব।” কারণ, পিয়ার স্বামী কে, সেটা আমার কাছে জরুরি নয়।’

এই সময় স্বস্তিকা আরও বলেন, ‘আমি আসলে তেমন মানুষই নই যে কাউকে জড়িয়ে ধরে “ভালো থাকিস” বলতে পারব না। কারও ভালো চাইতে কেন পারব না বলুন তো? আর কারও সঙ্গেই তো আমার মুখ দেখাদেখি বন্ধ বা যোগাযোগ বন্ধ হয়ে যায়নি। আমাদের পেশায় সেটা সম্ভবও নয়। কতজনের সঙ্গে তাহলে কাজ করব না বলুন? বাড়িতে বসে থাকতে হয় তাহলে।’

স্বস্তিকা। ছবি: ফেসবুক

সম্প্রতি পরমব্রত চট্টোপাধ্যায় বিয়ে করার পর সবচেয়ে বেশি ট্রলের শিকার হন স্বস্তিকা মুখোপাধ্যায়। এই নিয়ে বেশ খেপেও ছিলেন স্বস্তিকা। কারণ, নারী হিসেবে তাঁকে নিয়ে যেটুকু লেখা হয়েছে, সেই তুলনায় পরমের স্ত্রী প্রিয়ার সাবেক স্বামী গায়ক অনুপমকে নিয়ে লেখা হয়নি। এই প্রসঙ্গে স্বস্তিকা জানিয়েছিলেন, ‘আমার মনে হয়, আমাকে টার্গেট করা হচ্ছে। অন্য কারও মনে হচ্ছে তাকেও করা হচ্ছে। এটা সবাইকে করা হয়। নারীদের বেশি করা হয়। পিয়া তো অনুপমের সেকেন্ড ওয়াইফ, কই, অনুপমকে তো ট্রল করা হলো না। আমি সেই অর্থে বলছি, এটা যদি ব্যালান্স করা হয়, তাহলে দেখা যাবে ব্যবধান অনেক।’

আরও পড়ুন