২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারতে ফিল্মফেয়ার পুরস্কার মনোনয়নে বাংলাদেশের তারকাদের চমক

জয়া,ফারিণ এবং অপি করিমকোলাজ

ভারতের অন্যতম জনপ্রিয় ও বহুলচর্চিত পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের পাশাপাশি টলিউডেও ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ দেওয়া হয়। বিগত কয়েক বছরের মতো এবারও মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু জয়া নন, এবার মনোনয়নের তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশের আরও চার তারকা। জয়া আহসান পেয়েছেন দুটি ক্যাটাগরিতে মনোনয়ন। আজ সোমবার রাতে মনোনয়নের তালিকা ঘোষণা করে ফিল্মফেয়ার।
ফিল্মফেয়ারের ওয়েবসাইটে জানানো হয়েছে, ২৯ মার্চ কলকাতার তারকা হোটেল আইটিসি রয়েল বেঙ্গলে বসছে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’–এর আসর। ২০২৩ সালে টলিউডে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা শিল্পীদের। দেখে নেওয়া যাক সে তালিকা।
এবারের ফিল্ম ফেয়ারে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ সিনেমার জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী ও ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন তিনি।

সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় জয়ার সঙ্গে আরও আছেন চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায় ও স্বস্তিকা মুখার্জি। আর পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে তাঁকে লড়তে হবে অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে।

সোহেল মণ্ডল
প্রথম আলো

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন অপি করিম এবং অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’র জন্য তাসনিয়া ফারিণ। তাঁদের সঙ্গে তালিকায় আরও আছেন অনুরাধা মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। এ ছাড়া সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন তালিকায়ও রয়েছে ফারিণের নাম। তাঁরে সঙ্গে আরও আছেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার মনোনয়ন তালিকায় আছেন বাংলাদেশের অভিনেতা সোহেল মন্ডল। ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য তিনি এ মনোনয়ন পেয়েছেন। তালিকায় তাঁর সঙ্গে আরও রয়েছেন কৌশিক গাঙ্গুলি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, বিক্রম চ্যাটার্জি ও অম্বরীশ ভট্টাচার্য।

এবারের মনোনয় তালিকায় অন্যতম চমক বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম শাকিব। সেরা গায়কের তালিকায় দ্বিতীয়বার জায়গা পেয়েছেন বাংলাদেশের এই তরুণ গায়ক। কলকাতার ‘চিনি ২’ সিনেমার ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় আরও রয়েছেন অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম এবং যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।

মাহতিম শাকিব
সংগৃহীত

প্রসঙ্গত, মুক্তির চার মাস যেতে না যেতেই ইউটিউবে ‘তুমি জানতেই পারো না’ গানটির কোটি ভিউ হয়েছে। কয়েক হাজার মন্তব্য। স্ট্রিমিং প্ল্যাটফর্ম, টিকটক, ফেসবুক আর ইনস্টাগ্রাম রিলসেও গানটি জনপ্রিয়। বিষয়টা দারুণ উপভোগ করছেন গায়ক মাহতিম।

নীলাঞ্জন চক্রবর্তীর লেখা এই  গানের সংগীত পরিচালক মৈনাক মজুমদার। ‘তুমি জানতেই পারো না’ গানটি মাহতিমের কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে। অনেক শ্রোতার মতে, এই গানের জন্য এই কণ্ঠই সবচেয়ে মানানসই। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে গানটি প্রসঙ্গে মাহতিম বলেন, ‘এই গানের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার তিন বছরের চুক্তি ছিল। চুক্তিতে কয়েকটি গান করার কথা, তার মধ্যে এই গানও ছিল। হঠাৎ করেই গানটা গাওয়ার প্রস্তাব আসে। বলে দেওয়া হয় যে দুই দিনের মধ্যে কণ্ঠ দিতে হবে। জীবনে অনেক গান শুনেছি, কিন্তু এই গান শোনার পর সংগীত পরিচালককে বলেছিলাম, ‘দাদা, এই গান যেন আর কারও কাছে না যায়। কারণ, এত ভালো লেগেছিল যে আমি চেয়েছিলাম, গানটা যেন আমারই থাকে। মানুষের কেমন ভালো লাগবে, তা নিয়ে ভাবিনি। আমার পোর্টফোলিওতে একটা ভালো গান রাখতে চেয়েছি। আমার ছোট্ট সংগীতজীবনে এমনটা কমই ঘটেছে।’