প্রেক্ষাগৃহ বন্ধ, কনসার্ট ও মঞ্চনাটকেও স্থবিরতা
শুধু লায়ন সিনেমাসসহ নয়, দেশের প্রায় সব মাল্টিপ্লেক্স ও একক সিনেমা হল বন্ধ রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে একের পর এক সিনেমা মুক্তিও পেছানো হয়েছে।
১৯ জুলাই জিম্মি ও ডাইরেক্ট অ্যাকশন নামে দুটি সিনেমা মুক্তির কথা ছিল। তবে শেষ মুহূর্তে দুটি ছবির মুক্তি পেছানো হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত জিম্মি সিনেমায় খল অভিনেতা ডিপজল, শিরিন শিলাসহ অনেকে অভিনয় করেছেন।
পরিচালক সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট অ্যাকশন সিনেমায় আমিন খান, পপিসহ অনেকে অভিনয় করেছেন।
আগামী শুক্রবার হৈমন্তীর ইতিকথা নামে আরেক সিনেমা মুক্তির কথা ছিল। পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, এমন পরিস্থিতে সিনেমাটির মুক্তি পেছাতে পারেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা গত সপ্তাহ থেকে সিনেমাটি নিয়ে প্রচারণায় যেতে চেয়েছিলাম। এর মধ্যেই অস্থিরতা শুরু হয়েছে। সিনেমা হলও বন্ধ রয়েছে। এখন পরিস্থিতি কী হয়, সেটাই দেখছি।’
কোটা সংস্কার আন্দোলন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ জারির পর প্রায় সব প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে। ঢাকায় মঞ্চনাটক ও কনসার্টও স্থগিত ঘোষণা করা হয়েছে।
গত শুক্রবারের পর ঢাকার লায়ন সিনেমাসে আর কোনো শো চলেনি। এদিন বিকেল ও সন্ধ্যায় তুফান সিনেমার দুটি শো চালিয়েছে হল কর্তৃপক্ষ।
কারফিউ জারির পর থেকে সিনেমা প্রদর্শন বন্ধ রয়েছে বলে জানান লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা খালেক। গত রোববার বিকেলে প্রথম আলোকে জানান, দুটি সার্ভারের মধ্যে একটি ইন্টারনেট ছাড়াও চলে। সেই সার্ভারে শুক্রবার শো চালিয়েছেন।
তবে কারফিউ জারির পর গত শনিবার ও রোববার কোনো সিনেমা দেখা হয়নি। কবে থেকে সিনেমা প্রদর্শন শুরু করবেন, তা এখনো নিশ্চিত করতে পারছেন না মির্জা খালেক। তিনি জানান, বিষয়টি কারফিউয়ের ওপর নির্ভর করছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘হৈমন্তী’ অবলম্বনে হৈমন্তীর ইতিকথা সিনেমার মাধ্যমে নায়িকা ঐশিকা ঐশীর ঢালিউডে অভিষেক ঘটছে। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইফ খান।
প্রেক্ষাগৃহের বাইরে ওটিটি প্ল্যাটফর্মেও তেমন কোনো সিনেমা, সিরিজ মুক্তি পায়নি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একটি খোলা জানালা মুক্তি স্থগিত করেছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ। নির্মাতা ভিকি জাহেদের চলচ্চিত্রটি ১৮ জুলাই মুক্তির কথা ছিল।
শনিবার দুপুরে ওটিটি প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে চলচ্চিত্রের মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।
মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রের গল্পটা এমন, কেশবপুর এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেছে বেছে কারা নার্সকে খুন করছে, কেন খুন করছে; তা তুলে ধরা হয়েছে।
এতে দুই সেবিকার চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ ও সালহা নাদিয়া।
মঞ্চের আলো জ্বলছে না
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আনা ফ্রাঙ্ক নাটকের প্রদর্শনীর কথা ছিল। তবে শেষ মুহূর্তে নাটকটির প্রদর্শনী স্থগিত করেছে ম্যাড থেটার। ম্যাড থেটারের প্রযোজনায় নাটকের চিত্রনাট্য লিখেছেন আসাদুল ইসলাম ও নির্দেশনা দিয়েছেন কাজী আনিসুল হক।
এতে একক অভিনয় করছেন আর্য মেঘদূত। সেপ্টেম্বরে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছেন মেঘদূত। এবারই শেষবারের মতো আনা ফ্রাঙ্ক হয়ে মঞ্চে উঠার কথা ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভবপর হয়নি।
এর বাইরে আরও কয়েকটি নাটকের প্রদর্শনী স্থগিত করা হয়েছে।
কনসার্টের উন্মাদনা নেই
ঢাকায় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের কনসার্ট স্থগিত করা হয়েছে। ২০ জুলাই ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এই কনসার্ট আয়োজনের কথা ছিল। টিকিটও প্রায় ফুরিয়ে এসেছিল।
আয়োজক প্রতিষ্ঠান বাই হেয়ার নাউ (বিএইচএন) জানিয়েছে, দেশের পরিস্থিতি বিবেচনায় শেষ মুহূর্তে বৃহস্পতিবার কনসার্টটি কনসার্ট স্থগিত করা হয়।
গতকাল দুপুরে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, রাহাত ফতেহ আলী খানের আবারও শিডিউল পাওয়ার চেষ্টা করছে তাঁরা; শিডিউল পেলেই কনসার্টের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।
ক্রেতাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া শুরু করা হয়নি জানিয়ে সেই কর্মকর্তা জানান, এই টিকিটেই কনসার্ট উপভোগ করা হয়েছে। টিকিটের দাম ছিল ১০ হাজার টাকা।
কাওয়ালি ও গজলের পাশাপাশি বলিউড সিনেমায় প্লেব্যাক করার জন্য জনপ্রিয় রাহাত ফতেহ আলী খান।