তাঁদের অনুরোধ করব আরও বেশি করে ভোট দিতে...
প্রকাশিত হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩-এর তারকা জরিপে মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা। দর্শকের ভোটে নির্বাচন করা হয়েছে এই তালিকা। ২৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর রজতজয়ন্তী অনুষ্ঠান। ওই দিন জানা যাবে এবারের বিজয়ীদের নাম। তার আগে জেনে নেওয়া যাক মনোনয়ন পেয়ে তাঁদের অনুভূতি। গ্রন্থনা: মইনুল ওয়াজেদ
সেরা অভিনেত্রী (ছোট পর্দা): (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
তানজিন তিশা (‘পুতুলের সংসার’)
পুতুলের সংসার আমার ক্যারিয়ারের একটি সেরা কাজ। হয়তো ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারব, কিন্তু আরেকটা পুতুলের সংসার হবে না। এই কাজের জন্য দর্শকেরা ভোট দিয়ে আমাকে চূড়ান্ত পর্যায়ে এনেছেন, অনেক ভালো লাগছে।
তানজিম সাইয়ারা তটিনী (‘পথে হলো দেরী’)
দর্শকের ভোটে মনোনয়ন পেয়ে প্রথমবার চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত আসতে পেরে আমি অনেক আনন্দিত। পুরস্কার যদি না–ও পাই, আমার কোনো আফসোস থাকবে না। সমালোচক ও তারকা জরিপ—দুটি মনোনয়ন আমার জন্য আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
তাসনিয়া ফারিণ (‘কবর’)
কবর নাটকে প্রথম আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। দুই চরিত্রে মা হওয়া, মায়ের কাছ থেকে চলে যাওয়ার হাহাকার দেখানো হয়েছে, যা উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবার ক্ষেত্রে সমান। দর্শকেরা নাটকটি অনেক পছন্দ করেছিলেন। তাঁদের ভোটে তারকা জরিপে মনোনয়ন পেয়ে আমি অনেক খুশি।
মেহজাবীন চৌধুরী (‘অনন্যা’)
নাটকটির জন্য মনোনয়ন পেয়ে দর্শকের ভোটে এত দূর এসেছি। অনেক ভালো লাগছে। কর্মজীবী মায়েদের নিয়ে এই নাটকের গল্প, যেখানে তাঁদের সংগ্রাম, কষ্ট ফুটিয়ে তোলা হয়েছে; যা দেখে তাঁদের স্বামী, পরিবারের সদস্যরা তাঁদের সম্পর্কে জানতে পারবেন। এমন একটি গল্প সবার কাছে পৌঁছেছে, দর্শক আমাকে চূড়ান্ত পর্যায়ে এনেছেন, এতে আমি অনেক খুশি। আমার সব দর্শকের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা।
সেরা অভিনেতা (ছোট পর্দা): (টিভি নাটক, সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ)
অপূর্ব (‘পথে হলো দেরী’)
প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আফরান নিশো (‘পুনর্জন্ম অন্তিম পর্ব’)
পারিবারিক গল্পের নাটক, কমেডি নাটক থেকে বের হয়ে ডার্ক জোনের একটা নাটক পুনর্জন্ম সিরিজটি দর্শক গ্রহণ করে নিয়েছিলেন। প্রতিটি সিকুয়েল কোটি কোটি দর্শক দেখেছেন, তাঁদের ভালোবাসা প্রকাশ করেছেন। এমনকি এই নাটকের চরিত্রের নামে, মানে রাফসান হক নামেই অনেকে আমাকে ডাকেন। এটা অনেক বড় পাওয়া। ভালো লাগছে রাফসান হককে দর্শক ভোট দিয়ে মনোনয়ন দিয়েছেন। অন্য ধরনের গল্পও যে দর্শক পছন্দ করেন, দেখতে চান, সেটা এই মনোনয়ন প্রমাণ করেছে। ধন্যবাদ দর্শকদের।
ইয়াশ রোহান (‘যে প্রেম এসেছিল’)
মনোনয়ন পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি। ভালো লাগছে, দর্শকেরা আমাকে চূড়ান্ত মনোনয়ন পর্যন্ত নিয়ে এসেছেন। আমি খুবই কৃতজ্ঞ আমার দর্শকের প্রতি। তাঁরা এত পরিমাণ ভোট করেছেন যে আমি সেরা চার পর্যন্ত আসতে পেরেছি।
তৌসিফ মাহবুব (‘উড়াল পাখি’)
দর্শকদের অনেক ধন্যবাদ, পরপর কয়েকবার আমাকে চূড়ান্ত পর্যায় পর্যন্ত নিয়ে এসেছেন। এবার তাঁদের কাছে অনুরোধ করব আরও বেশি করে ভোট দিতে, যাতে বিজয়ী হয়ে যেতে পারি।