২৩ সেপ্টেম্বর আসছে অর্ণবের ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’

সংগীতশিল্পী অর্ণব

অনেক দিনের অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সংগীতশিল্পী অর্ণবকে নিয়ে নির্মিত আবরার আতহার পরিচালিত চরকির মিউজিক্যাল ফিল্ম ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’। আজ এই ছবির আনুষ্ঠানিক পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ঘোষণা করা হয় এর মুক্তির তারিখ। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে ছবিটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।
‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ ছবিতে থাকবে অর্ণবের গাওয়া জনপ্রিয় ১২টি গানের নতুন সংগীতায়োজন। সেই সঙ্গে জানা যাবে অর্ণবের জীবনের কিছু অজানা গল্প, যা শোনাবেন খোদ অর্ণব ও তাঁর কাছের মানুষেরা। নির্মাতা আবরার আতহার এ বছরের শুরুর দিকে এই ছবির কাজ শুরু করেন।

ঢাকা, মুন্সিগঞ্জ ও কক্সবাজারে এর শুটিং হয়। অর্ণবের সঙ্গে মিউজিক্যাল ফিল্মটিতে দেখা যাবে তাঁর পরিবার ও বন্ধুদের। গানের অংশগুলোয় অর্ণবের সঙ্গে বাজাবেন তাঁর অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস গানের দলের সদস্যরা।

‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ ছবিতে থাকবে অর্ণবের গাওয়া জনপ্রিয় ১২টি গানের নতুন সংগীতায়োজন

চরকির এই মিউজিক্যাল ফিল্মের শুটিং শুরুর সময় থেকেই আলোচনা শুরু হয় ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ নিয়ে। ছবিটি নিয়ে দর্শক–শ্রোতাদের আগ্রহের কমতি নেই। চরকির এই ভিন্নধর্মী প্রযোজনা নিয়ে প্ল্যাটফর্মের প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, অর্ণব সবার প্রিয় একটি নাম। অর্ণবের গানের সঙ্গে বাঙালি শ্রোতাদের অনেক অনেক আবেগ আর স্মৃতি জড়িয়ে আছে। চরকি দর্শকদের বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

এর ধারাবাহিকতায়ই অর্ণবকে নিয়ে আবরার আতহারের এই ছবি সবার সামনে নিয়ে আসা। অন্যদিকে ছবিটি নিয়ে নির্মাতা আবরার আতহার বলেন, ‘“আধখানা ভালো ছেলে আধা মস্তান” ফিল্মে এক শিল্পীর জীবনের দ্বৈত রূপের মধ্য থেকে নিজের সত্তা খুঁজে বের করার গল্প দেখানো হয়েছে। এখানে আমার আর অর্ণবের কথোপকথনের মধ্য দিয়ে জীবনের অনেক দোটানা আর দ্বিধার কথা উঠে এসেছে। মূলত, আমরা সবাই আধখানা ভালো, আধা মস্তান—এই দুই সত্তার মধ্যে বাঁধা। এই ফিল্ম আমার ও অর্ণবের আত্মোপলব্ধির যাত্রা। আশা করি, সবাই এর মধ্যে নিজ জীবনের প্রেম, বিচ্ছেদ আর দোটানা খুঁজে পাবেন।’

অর্ণব

গত বৃহস্পতিবার চরকির অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি প্রকাশের মধ্য দিয়ে প্ল্যাটফর্মটি ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’ মুক্তির আভাস দেয়। আর আজ অফিশিয়াল পোস্টার মুক্তি দিয়ে ধোঁয়াশা কিছুটা দূর করে দিল তারা। এবার অপেক্ষা পুরো ছবির, যার মুক্তির মধ্য দিয়ে এক অজানা অর্ণবকে দেখতে পাবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা সিনেমা ও গানপ্রেমী দর্শক।