সংগীতদুনিয়ার বড় চমক অলিভিয়া রদ্রিগো
ছয় বছর পর আবার ঘটল সেই ঘটনা। ২০১৫ সালে স্যাম স্মিথের প্রথম অ্যালবাম ইন দ্য লোনলি আওয়ার মুক্তির পর অ্যালবাম ও একক গান—দুই তালিকাতেই শীর্ষে ছিল। এবার অলিভিয়া রদ্রিগো গড়লেন সেই রেকর্ড। বিলি এইলিশের পর বিশ্ব পেতে যাচ্ছে তাক লাগিয়ে দেওয়া আরেক সংগীত তারকাকে। সবে ১৮–তে পা দেওয়া মার্কিন এই শিল্পীর প্রথম অ্যালবাম মুক্তির পর দুই মহাদেশে পড়ে গেছে হইচই। মেগাস্টারদের হটিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য—দুই দেশেই বেশ কিছু রেকর্ড গড়েছে তাঁর অ্যালবাম।
২১ মে মুক্তি পায় অলিভিয়ার প্রথম অ্যালবাম সাওয়ার। এ বছর মুক্তির প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি ‘স্ট্রিমিং’ হওয়া অ্যালবাম এটি। মুক্তির প্রথম সপ্তাহে অনলাইনে সাওয়ার অ্যালবামটি কেনা হয়েছে ৫১ হাজার। গত দুই বছরের ভেতর এ ক্ষেত্রে এটাই সর্বোচ্চ। শুধু তা–ই নয়, যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও অ্যালবাম আর একক গান—দুই ক্যাটাগরিতেই ‘ফার্স্ট’ হয়েছে অলিভিয়ার অ্যালবাম আর সেই অ্যালবামের গান ‘গুড ফর ইউ’। যুক্তরাজ্যের এই দুই টপ চার্টেই স্থান পাওয়া সবচেয়ে কম বয়সী সংগীতশিল্পী অলিভিয়া।
এর আগে সবচেয়ে কম বয়সী রেকর্ডধারী হিসেবে এসব রেকর্ডের খাতায় নাম উঠেছিল যুক্তরাজ্যের সংগীত তারকা লুইস কাপালদির। এবার অলিভিয়া সেই রেকর্ড ছিনিয়ে নিলেন নিজের নামে। ‘গুড ফর ইউ’ গানটি ১৪ মে ইউটিউবে মুক্তির পর দেখা হয়েছে ৬ কোটি ৭০ লাখ বার।
অভিনয়শিল্পী অলিভিয়ার সংগীতে যাত্রা শুরু হয় ‘ড্রাইভারস লাইসেন্স’ গানটি দিয়ে। এ গান মুক্তির পর নড়েচড়ে বসেছেন বিশ্বসংগীতের অনেকেই। ৮ জানুয়ারি মুক্তির পর এ গান ইউটিউবে দেখা হয়েছে ২১ কোটি ৮০ লাখ বার। দ্য অফিশিয়াল চার্টস কোম্পানি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, অলিভিয়া এ বছরের সংগীতদুনিয়ার সবচেয়ে বড় চমক।