শুনে আসুন ‘আগুন পাখির গান’

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘আগুন পাখির গান’ অ্যালবামের পাঁচটি গান প্রথমবারের মতো গাওয়া হবে
সংগৃহীত

আজ সন্ধ্যা ৬টায় গুপী বাঘা প্রডাকশনসের ব্যানারে আয়োজিত হচ্ছে উন্মুক্ত কনসার্টের। ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘আগুন পাখির গান’ অ্যালবামের পাঁচটি গান প্রথমবারের মতো গাওয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে আরিফুর রহমান তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘গুপী বাঘা প্রডাকশনস সর্বদাই স্বাধীন প্রচেষ্টা এবং মুক্তভাবে কাজের চেতনা ধারণ করে। এরই ধারাবাহিকতায় সংগীত নিয়ে আমাদের ভিন্ন ধারার কাজ “আগুন পাখির গান”।’ তিনি আরও জানান, ‘আগুন পাখির গান’ শুধু একটি গানের আয়োজন নয়, বরং স্বাধীনভাবে যারা সংগীত চর্চা করতে চান, সেসব নবীন শিল্পীর একটি প্ল্যাটফর্মও বটে।

এই প্রকল্প নিয়ে তিন বছর কাজ করছেন তাঁরা। অবশেষে ‘আগুন পাখির গান’-এর এবারের পর্বে অংশগ্রহণ করা দুই শিল্পী ও তিনটি ব্যান্ডের মোট পাঁচটি গানের লিরিক্যাল ভিডিও গুপী বাঘার ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। লিরিক্যাল ভিডিও তৈরি করেছেন আফ্রিদা মেহজাবিন ও সুবিনয় মুস্তফী। আর এই জমজমাট কনসার্টে মুক্তি পেতে যাচ্ছে গানগুলো।

‘আগুন পাখির গান’–এ থাকছে নবনীতা হ্রদি, হাসান জয়ের গান। এ ছাড়া রয়েছে তিনটি নবীন ব্যান্ড। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শিল্পী শিবু কুমার শীল। এই আয়োজনে গুপী বাঘা প্রোডাকশনসের সঙ্গে যুক্ত আছে আলিয়াঁস ফ্রঁসেজ ঢাকা এবং ঝিরঝির স্টুডিও।

‘মাটির প্রজার দেশে’ সিনেমা তৈরির মাধ্যমে আলোচনায় আসে গুপী বাঘা প্রোডাকশনস। এখন কাজ করছে নুহাশ হুমায়ূনের প্রথম সিনেমা ‘মুভিং বাংলাদেশ’ নিয়ে। এ ছাড়া ভারত-ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনায় চলচ্চিত্র ‘একা’ নিয়েও কাজ করছে তারা।