যেভাবে তরুণদের জন্য কাজ করছেন শাফিন আহমেদ

সম্প্রতি নিজের গাওয়া পুরোনো গানগুলো নিয়ে নতুন করে ভাবছেন মাইলসের অন্যতম ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। প্রায় এক শ গান রিমেক ও রিমাস্টারিং করে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশের প্রক্রিয়া শুরু করেছেন। সেসব গান তিনি একাই গাইছেন, তা নয়। এখনকার প্রতিভাবান তরুণ শিল্পীদের কণ্ঠেও ধারণ করছেন।

শাফিন আহমেদসংগৃহীত

‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকিধিকি’, ‘প্রথম প্রেমের মতো’, ‘জাদু’, ‘চাঁদ–তারা’, ‘দরদিয়া’, ‘পাহাড়ি মেয়ে’, ‘পিয়াসী মন’, ‘পলাশীর প্রান্তর’ গানগুলো দুই বাংলাতেই জনপ্রিয়তা পেয়েছিল। সত্তর দশকের শেষে প্রতিষ্ঠিত একটি দলের গান এগুলো, যাদের অডিও অ্যালবামের নাম শুরু হতো ‘প’ অক্ষরটি দিয়ে। সেই দল, মাইলস এ বছর প্রতিষ্ঠার ৪০ বছর উদ্‌যাপন করেছে। বেশ কিছু দেশে ঘুরে ঘুরে করেছে কনসার্ট। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের জানিয়েছে প্রাণঢালা শুভেচ্ছা। গানগুলো গেয়েছিলেন শাফিন আহমেদ। নিজের নতুন সব গান করার পাশাপাশি তরুণ শিল্পীদের জন্য কাজ শুরু করেছেন তিনি।

শাফিন আহমেদ
ইনস্টাগ্রাম
বাংলাদেশ সংগীতপাগল দেশ, এখানে অনেক প্রতিভা আছে। সঠিক গাইড ও গান পেলে তারা এগিয়ে যেতে পারবে।
শাফিন আহমেদ

সম্প্রতি নিজের গাওয়া পুরোনো গানগুলো নিয়ে নতুন করে ভাবছেন মাইলসের অন্যতম ভোকাল ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। প্রায় এক শ গান রিমেক ও রিমাস্টারিং করে অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশের প্রক্রিয়া শুরু করেছেন। সেসব গান তিনি একাই গাইছেন, তা নয়। এখনকার প্রতিভাবান তরুণ শিল্পীদের কণ্ঠেও ধারণ করছেন। তিনি জানান, তাঁর গানগুলো যে তরুণেরা কাভার করতে চান, তাঁদের সহযোগিতা করবেন এই শিল্পী। শাফিন আহমেদ বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তের বেশ কিছু তরুণকে নিয়ে আমি কাজ করেছি। তাঁরা ভীষণ ট্যালেন্টেড। তাঁদের মধ্যে আছে নওশিন, পল্লবী, তাসফিয়া, আমার ছেলে অজি ও বেঙ্গল বয়েজ ব্যান্ড। নওশিন আমার “তুমি নেই” গানটি কাভার করছে।’

নিজের মিউজিক লেবেল ও রেকর্ডিং স্টুডিও চালু করেছেন শাফিন আহমেদ। ডাবল বেজ প্রোডাকশন নামের ওই লেবেলের যাবতীয় কাজ করা হয় তাঁর ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে। সেখানেই তরুণ শিল্পীদের নানা রকম দিকনির্দেশনা দিচ্ছেন এই শিল্পী।

সম্প্রতি নতুন একটি র‍্যাপ গান প্রকাশ করেছেন অজি। অজি দ্য র‍্যাপারের একক ‘ওভারচার’ গানটি প্রকাশিত হয়েছে গান ডট কম ডট বিডি, স্ফোর্টিফাইসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। সেই গানে বাবা শাফিন আহমেদের ছোঁয়া রয়েছে। বাবার সঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত অজি বলেন, ‘বাবার সঙ্গে কাজ করা আমার স্বপ্ন ছিল। তিনি আমাকে ভীষণ অনুপ্রাণিত করেন। কেবল আমিই নই, তাঁর সহযোগিতায় কাজ করার সুযোগ পেয়েছেন দেশের আরও বেশ কজন র‍্যাপার। তাঁরা হলেন ভিএক্সএল, টিজেড, বেনাজির জিলানি।’

সম্প্রতি নিজের মিউজিক লেবেল ও রেকর্ডিং স্টুডিও চালু করেছেন শাফিন আহমেদ। ডাবল বেজ প্রোডাকশন নামের ওই লেবেলের যাবতীয় কাজ করা হয় তাঁর ক্যান্ডি রেকর্ডিং স্টুডিওতে। সেখানেই তরুণ শিল্পীদের নানা রকম দিকনির্দেশনা দিচ্ছেন এই শিল্পী। তিনি বলেন, ‘যারা এখনো খ্যাতি পায়নি, এ রকম প্রতিভাবান তরুণদের নিয়ে কাজ করাই আমার লক্ষ্য। বাংলাদেশ সংগীতপাগল দেশ, এখানে অনেক প্রতিভা আছে। সঠিক গাইড ও গান পেলে তারা এগিয়ে যেতে পারবে। তা ছাড়া আমার হাউস থেকে সেসব গান প্রকাশিত হবে, সেগুলোর প্রতিটাতেই আমার ছোঁয়া থাকবে।’

শাফিন আহমেদ
সংগৃহীত

নিজের রেকর্ডিং স্টুডিও ও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত গানগুলোর সংগীতায়োজন ও পরিচালনা ছাড়াও নতুন নতুন গান করবেন শাফিন আহমেদ। গত কয়েক মাসে বেশ কিছু নতুন গান করেছেন তিনি। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর ‘শুরু থেকে শুরু’ শিরোনামে একটি গান। এই ব্যস্ততা ও তরুণদের নিয়ে কাজ করার প্রতিশ্রুতি থেকেই শাফিন আহমেদ জানান, দেশের বাইরের বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে কাজের প্রক্রিয়া শুরু করেছেন তিনি। এ ছাড়া ছেলে অজিকে নিয়েও আশাবাদী তিনি। তাঁর প্রত্যাশা, দেশে র‍্যাপ গানের চর্চা শিগগিরই জনপ্রিয়তা পাবে। সেখানে অজিদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।