যে কারণে জমি কিনছেন শিরান
গানের সূত্রে পৃথিবীর নানা জায়গায় ঘুরে বেড়িয়েছেন সংগীত তারকা এড শিরান। যেখানেই গেছেন, পরিবেশের বিপর্যয় তাঁকে ভাবিয়েছে। তাই এবার তিনি ঠিক করেছেন, পরিবেশ বিপর্যয় নিয়ে কাজ করবেন। গত সোমবার বিবিসি রেডিও লন্ডনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই শিল্পী।
সেই লক্ষ্যে শুরুতেই বেশ কিছু জমি কেনার চেষ্টা করছেন শিরান, যেখানে প্রচুর বৃক্ষ রোপণ করবেন তিনি। শিরান বলেন, ‘জায়গা কিনছি, যতটুকু পারা যায়। সেখানে যত পারি, গাছ লাগাব। যুক্তরাজ্যকে পুনরুজ্জীবিত করতে চাই। আমি আমার অঞ্চলটাকে ভালোবাসি। আমি বন্য প্রাণী ও পরিবেশকে ভালোবাসি।’
এই মুহূর্তে পরিবার ও পরিবেশ নিয়ে বেশ সচেতন শিরান। তিনি জানিয়েছেন, সবুজায়নে মনোযোগী হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা। শুধু তা–ই নয়, ঠিক করেছেন, গ্রীষ্ম কিংবা শীতে ছয় সপ্তাহের বেশি স্ত্রী–সন্তানদের কাছ থেকে দূরে থাকবেন না। পারিবারিক সুন্দর মুহূর্তগুলো থেকে তিনি আর বঞ্চিত হতে চান না।
অবশ্য নতুন বছরে শুরু হচ্ছে শিরানের সংগীতসফর ম্যাথমেটিকস। ২০২২ সালের এপ্রিল মাসে আয়ারল্যান্ডের ডাবলিন থেকে শুরু হবে এটি, চলবে যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে। গত সপ্তাহে স্পটিফাই ঘোষণা করেছে, শিরানের গান ‘শেপ অব ইউ’ তিন বিলিয়ন স্ট্রিমিং হয়েছে। প্ল্যাটফর্মটির ইতিহাসে প্রথম কোনো গান এই রেকর্ড করল। ঘটনাটি শুনে কেমন লেগেছে শিল্পীর? শিরান বলেন, ‘অদ্ভুত!’