মাইলসেই আছেন শাফিন আহমেদ

‘লাক্স ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে শাফিন আহমেদ
‘লাক্স ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে শাফিন আহমেদ

‘ঢাকার মার্কিন দূতাবাস থেকে এখনো আমার পাসপোর্ট হাতে পাইনি। তাই যুক্তরাষ্ট্র সফরে আমার যাওয়া হয়নি।’ বললেন জনপ্রিয় ব্যান্ড মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ। প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে এখন যুক্তরাষ্ট্র সফর করছে মাইলস।

এরই মধ্যে ২৯ জুন ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় স্যানবার্গ মিডল স্কুল অডিটোরিয়ামে এবং ১৪ জুলাই নিউইয়র্কে দুটি শোতে অংশগ্রহণ করেছে মাইলস। তবে মঞ্চে শাফিন আহমেদের অনুপস্থিতি দেখে মাইলসের ভক্ত আর শ্রোতাদের মনে প্রশ্ন তৈরি হয়, শাফিন আহমেদ কোথায়? প্রথম আলোর অনলাইন ফেসবুক পেজের নিয়মিত আয়োজন ‘লাক্স ক্যাফে লাইভ’-এ এসে বিষয়টি পরিষ্কার করেন শাফিন আহমেদ। এই অনুষ্ঠানে তিনি নিশ্চিত করেছেন, মাইলসের সঙ্গেই আছেন তিনি।

শাফিন আহমেদ বলেন, ‘মাইলসের ৪০ বছর পূর্তি উপলক্ষে দেশে ও দেশের বাইরে এই ট্যুরের পরিকল্পনা আমি করেছি। কিন্তু সবার ভিসা হলেও আমার পাসপোর্ট না পাওয়ায় সিদ্ধান্ত হয় যে দলের চারজন চলে যাক। এর বাইরে একজন বেজ গিটার নিলেই হয়। সেভাবেই এখন যুক্তরাষ্ট্রে মাইলস কনসার্ট করছে।’

শাফিন আহমেদ নিশ্চিত করেছেন, যুক্তরাষ্ট্র সফরে মাইলসের সঙ্গে থাকতে না পারলেও আগামী সেপ্টেম্বরে মাইলসের কানাডা সফরে তিনি থাকছেন। সেখানে ছয়টি কনসার্টে অংশগ্রহণ করবে তারা। এরপর অস্ট্রেলিয়া হয়ে মাইলস দেশে ফিরে ‘প্রতিষ্ঠার ৪০ বছর’ উদ্‌যাপন করবে।

১৯৭৯ সালে যাত্রা শুরু করে মাইলস। চার দশকের পথ পাড়ি দিয়ে এ বছর ব্যান্ডটি ৪০ বছরে পা রেখেছে। এ কারণে দেশে এবং দেশের বাইরে কনসার্ট করার সিদ্ধান্ত নেয় মাইলস।