বিয়ে করলেন রাফা–সামিরা

মঞ্চে রাফা
ছবি: ফেসবুক থেকে

বিয়ে করেছেন রক ব্যান্ড অ্যাভয়েডরাফার প্রতিষ্ঠাতা সদস্য ও অর্থহীন ব্যান্ডের সাবেক গায়ক ও ড্রামার রায়েফ আল হাসান রাফা ও সামিরা কামিল। গত সোমবার এক পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে প্রেমিকা সামিরা কালিমকে বিয়ে করেন তিনি। শুক্রবার ছিল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা।

রাফার স্ত্রী টরন্টোপ্রবাসী সামিরা কামিল যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের কানাডা অফিসের গ্রাহকসেবা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন তিনি।

সামিরা ও রাফা
ছবি: ফেসবুক থেকে নেওয়া

রাফার ধানমন্ডির বাসার ছাদে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থহীন, ক্রিপটিক ফেইটসহ বিভিন্ন ব্যান্ডের সদস্যরা। সেই অনুষ্ঠানে গান করেছেন অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট ও গায়ক সুমন। সদ্য চিকিৎসা শেষে বিদেশ থেকে ফিরেছেন তিনি। সহযোদ্ধার বিয়ের আয়োজনে অনেক দিন পর গান করেন তিনি। তাঁর গাওয়া ‘অদ্ভুত ছেলেটি’ গানের ভিডিওটি সুমন ও রাফা ভক্তদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিসহ সুমনের জন্যও শুভ কামনা জানিয়েছেন ভক্তরা।

পাঁচ মাস ধরে দুবাই ও ব্যাংককের হাসপাতালে চিকিৎসা শেষে চলতি মাসের শুরুর দিকে দেশে ফেরেন সুমন। সর্বশেষ ২০২০ সালের ৮ মার্চ রাজধানীর আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্টে গান করেছিলেন তিনি। দীর্ঘদিন পর আবার গান করা প্রসঙ্গে সুমন সেদিনের অনুষ্ঠানে বলেন, ‘অনেকেই স্টেজে উঠে বলেন, আমার বাঁ পায়ের আঙুলে ব্যথা, তাই গলাটা ভালো না। আমার বিষয়টা তেমন নয়, আমি সত্যিই অসুস্থ ছিলাম। গত দুই বছর গাইতে পারিনি, বাজাতে পারিনি। সুতরাং আমার ভুল ক্ষমাসুন্দর কানে শুনবেন।’

জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানের মঞ্চে রাফা
ছবি: ফেসবুক থেকে

রাফাকে শেষ দেখা গেছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান মুজিব চিরন্তন–এ। সেখানে বঙ্গবন্ধুর বেশ কিছু প্রিয় গান পরিবেশন করে রাফা অ্যান্ড ফ্রেন্ডসসহ একঝাঁক শিল্পী। ব্যান্ডসংগীতায়োজনে তাঁরা গেয়ে শুনিয়েছিলেন নজরুলসংগীত, বাউল গান, দেশাত্মবোধক গান। এ ছাড়াও ছিল ‘তারুণ্যের আলোকশিখা’ শিরোনামে নতুন এক গান।