বিশ্বকাপের জন্য ফুয়াদের 'চলো বাংলাদেশ'
৩০ মে শুরু হচ্ছে ‘আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯’। এবার বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে এরই মধ্যে একটি ‘ফ্যান অ্যানথেম’ তৈরি করেছে গ্রামীণফোন। এর শিরোনাম ‘চলো বাংলাদেশ ২০১৯’। গানটির স্থায়ী অংশটুকু হলো ‘বুকের গভীরে স্বপ্ন বলে/ সময় হয়েছে আবার জেগে ওঠার/ নিশ্বাসে যেন বিশ্বাস জাগে/ হবেই হবে এবার’। গতকাল শুক্রবার গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলে গান চিত্রটি অবমুক্ত করা হয়। সঙ্গে লেখা হয়েছে, ‘টাইগারদের সাথে আছি আমরা সবাই। চলো বাংলাদেশ, চলো মাঠ কাঁপানো হুংকারে!’ আজ শনিবার সকাল পর্যন্ত গান চিত্রটি দেখা হয়েছে ৯০ হাজার ৭৩৮ বার।
জানা গেছে, ‘চলো বাংলাদেশ ২০১৯’ গানটি লিখেছেন মেহেদী আনসারি, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ, ফুয়াদ আল মুক্তাদির ও জোহান। গত ২৬ এপ্রিল থেকে গানটির কাজ শুরু হয়েছে। ফুয়াদ আল মুক্তাদির এখন আছেন যুক্তরাষ্ট্রে। তিনি সেখান থেকেই পুরো কাজটি করেছেন। তবে শুভ বাংলাদেশ থেকেই কণ্ঠ দিয়েছেন। আর গান চিত্রটি পরিচালনা করেছেন সামিউর রহমান।
শুভ বললেন, ‘এর আগে বিশ্বকাপ ফুটবল নিয়ে আমি একটি গান তৈরি করেছিলাম, “জিতবে বাংলাদেশ”। গানটিতে মমতাজ, তাহসান, মিজান, কনা, জেফার আর আমি কণ্ঠ দিয়েছিলাম। সুর আর সংগীত আমিই করেছিলাম। এবার ক্রিকেট নিয়ে গানে কণ্ঠ দিয়েছি। দারুণ একটি গান হয়েছে।’
‘চলো বাংলাদেশ ২০১৯’ গান নিয়ে ফুয়াদ আল মুক্তাদির বলেছেন, ‘গানটি পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে থাকা সব বাংলাদেশিকেই অনুপ্রেরণা দেবে। গানের লিরিক্সে বাংলাদেশ টিমসহ ১৬ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা আর উদ্দীপনার কথা বলা হয়েছে। আমার বিশ্বাস, গানটি সবাই পছন্দ করবে এবং গানটি আমাদের ক্রিকেটের জয়যাত্রার অংশ হয়ে দাঁড়াবে।’
আর গ্রামীণফোন থেকে জানানো হয়েছে, আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তদের অনুপ্রেরণা দিতে গ্রামীণফোন নিয়ে এসেছে ফ্যান অ্যানথেম ‘চলো বাংলাদেশ ২০১৯’। ক্রিকেট এমনই একটি উপলক্ষ, যাকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ মেতে ওঠে উৎসবে। দলের সাফল্যে শুধু সবাই আনন্দিত হয় তা নয়, জাগ্রত হয় দেশপ্রেমও। আসন্ন আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯-এর উদ্দীপনাকে কেন্দ্র করে এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য কামনা করে এই ফ্যান অ্যানথেম তৈরি করা হয়েছে।
গানটি গতকাল থেকে গ্রামীণফোনের জিপি মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে। এ ছাড়া টিভির পাশাপাশি পুরো গানের ভিডিও পাওয়া যাবে বায়োস্কোপ এবং গ্রামীণফোনের ফেসবুক ও ইউটিউব ফ্যান পেজে।