ফের গানে সরব হচ্ছেন তাঁরা
ব্যান্ড সংগীতশিল্পী বালাম ২০০৭ সালে এককভাবে গান করে বেশ জনপ্রিয় হন। একই সময়ে গানের জগতে আসেন আরফিন রুমী ও ন্যান্সি। বেশ কয়েক বছর গান করে এই তিন গায়ক-গায়িকা যেন হঠাৎ নিরুদ্দেশ। গানে হন অনিয়মিত। কেউ পারিবারিক সমস্যা, কেউবা একান্ত ব্যক্তিগত কাজে গান থেকে দূরে সরে যান। ফের এই তিন শিল্পী সরব হচ্ছেন গানে। সংকট কাটিয়ে নতুন করে গানের জগতে মনোযোগী হচ্ছেন তাঁরা। গায়ক ও সংগীত পরিচালক বালাম ও রুমী গান তৈরির কাজ শুরু করে দিয়েছেন। আর ন্যান্সিও নতুন পাঁচটি গানে কণ্ঠ দিতে যাচ্ছেন খুব শিগগির।
প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবার বিয়ে করেন ন্যান্সি। এরপর পারিবারিক কাজে ময়মনসিংহ-নেত্রকোনা ও ঢাকায় যাওয়া আসার মধ্যে ছিলেন তিনি। সন্তানের কারণে একটা সময় ঢাকায় থাকা অনিয়মিত হয়ে যায়। সংগীত পরিচালকেরা তাঁকে দিয়ে গান করাতে পারছিলেন না। জানা গেছে, কিছুদিন ধরে ন্যান্সি আবার ঢাকায় স্থায়ী হয়েছেন। সংসার অনেকটাই গুছিয়ে এনেছেন বলেই গান নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন বলে জানালেন এই সংগীতশিল্পী। ন্যান্সি বলেন, ‘ঢাকার বাইরে থাকার কারণে অনেক দিন কাজ করা হয়নি। তবে এই সময়ে আমার বড় সন্তান রোদেলা আরও বড় হয়েছে। সবকিছু সে এখন বুঝতে শিখেছে। আমার সঙ্গে গানও গায়। ছোট মেয়ে নায়লাও অনেক কিছু বোঝে। ওদের দাদি বাচ্চাদের দেখাশোনা করছেন। পড়ালেখার কাজও দাদি তদারকি করছেন। আমার স্বামীর ইচ্ছা, আবার যেন গানে মনোযোগী হই। সবার উৎসাহে ঢাকায় থাকা শুরু করেছি। নতুন গান রেকর্ডিংও করছি।’
মাস দুয়েকের মধ্যে ন্যান্সির বেশ কয়েকটি গানের অডিও ও ভিডিও প্রকাশিত হবে। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করছেন আহমেদ রিজভী ও কিশোর। ন্যান্সি আরও বলেন, ‘অসাধারণ কিছু গান তৈরি হয়ে আছে। আমিও কণ্ঠ দেওয়ার জন্য মুখিয়ে আছি।’
এ ছাড়া গানের বাইরে টেলিভিশনের কোনো অনুষ্ঠানেও দেখা যায় না ন্যান্সিকে। এর জন্য তাঁর ব্যস্ততাকেই দায়ী করলেন তিনি। ন্যান্সির ভাষ্য, ‘অনেকে ভাবেন আমি ইচ্ছা করেই টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিই না। আসলে ময়মনসিংহে থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকায় আসা হয়নি। এখন থেকে আমাকে নিয়ে এমন অভিযোগ আর শুনতে হবে না। গান ও গানসম্পর্কিত সব ক্ষেত্রে আমার অংশগ্রহণ থাকবে।’
পাঁচটি স্টেজ শোতে অংশ নিতে অক্টোবর মাসে মেয়ে রোদেলাকে নিয়ে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ন্যান্সি। মায়ের সঙ্গে গাইবে মেয়েও।
অডিও ও চলচ্চিত্রের গানে বেশ জনপ্রিয়তা পান আরফিন রুমী। কিন্তু দ্বিতীয় বিয়ের পর ব্যাপক সমালোচিত হন তিনি। সংসার ও নিজের ক্যারিয়ার সামলাতে গিয়ে গান থেকে দূরে সরে পড়েন। এ সময় তাঁর বেশ সংকটকাল চলে। এবার জানান, ফের গান নিয়ে এগোতে চান তিনি। গত দুই ঈদে গান বাংলা চ্যানেলের ‘উইন্ড অব চেঞ্জ’-এ চিরচেনা রুমীকে পাওয়া যায়। রুমি বলেন, ‘এই অনুষ্ঠানে গাওয়ার পর অনেকে আবার নতুন করে আমার সম্পর্কে জানতে পেরেছেন। অনেক সাড়া পেয়েছি। আমি সিরিয়াসলি গানে ফেরার শক্তি পেয়েছি। তাই তো একদম নতুন উদ্যমে গানে ফেরার পরিকল্পনা চূড়ান্ত করেছি। বেশ কয়েকটি গানের সুর তৈরি করেছি। নিজে কিছু গানও লিখেছি। অনেক দিন কাজ না করতে করতে স্টুডিওর যন্ত্রপাতিতে ধুলাবালু জমে গেছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করে একটি গানের কণ্ঠ ধারণের কাজও করেছি। গানটির শিরোনাম “প্রেমহীন কারও কাছে কি প্রেম চাওয়া যায়”। কথা, সুর ও সংগীত—সব আমারই। দ্বৈত কণ্ঠে গাওয়া গানটিতে আমার সঙ্গে ছিলেন কোনাল। আরও বেশ কয়েকটি কাজ হাতে আছে। সেপ্টেম্বর মাসের শেষে আমার একক অথবা দ্বৈত গান শ্রোতাদের উপহার দেব। আবার আগের সেই রুমীকে সবাই পাবেন।’
এদিকে এলআরবির সঙ্গে যুক্ততা নিয়ে বেশ আলোচনায় এসেছিলেন বালাম। তারপর আবার চুপ। হঠাৎ ঘোষণা দিলেন, এখন থেকে মাসে একটি করে নতুন গান উপহার দেবেন তিনি। বালামের ভক্ত-শ্রোতারাও যেন নড়েচড়ে বসলেন এমন ঘোষণায়। বালাম বলেন, ‘ফেসবুকে ভক্তদের সঙ্গে যোগাযোগ হলেই নতুন গানের খবর জানতে চান তাঁরা। সংগীতাঙ্গনের খুব কাছের কয়েকজনও আমাকে প্রতিনিয়ত বলে যাচ্ছিলেন, নতুন গান যেন প্রকাশ করি। আমিও তাগিদ অনুভব করি। বেশ কয়েকটি গান তৈরিও করেছি। পুরোনো কিছু গান আছে, সেগুলোও ঘষেমেজে তৈরি করছি। শ্রোতাদের আগ্রহকে সম্মান জানিয়ে কাজ শুরু করেছি।’